বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী যশবন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃণমূল কংগ্রেসের মাধ্যমে এই বিরোধী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। যার মধ্যে রয়েছে এনসিপি, কংগ্রেস, বামপন্থী দলগুলি, সমাজবাদী পার্টি-সহ ১৭টি রাজনৈতিক দল। তবে আপ এবং বিজেডি এই জোটে নেই। আপ এখনও রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে কোনও অবস্থান স্পষ্ট করেনি। আর বিজেডি আগেই বলেছিল যে দ্রৌপদী মূর্মূকে প্রার্থী করা হলে তাঁরা সমর্থন দেওয়ার কথা ভেবে দেখবে। বিজেডি-র যা অবস্থান তাতে স্পষ্ট রাজনৈতিক মতাদর্শগত বিভেদকে রাষ্ট্রপতি নির্বাচনে কাজে লাগাতে চাইছে না বিজেডি। ওড়িশার আদিবাসী সমাজের প্রতিনিধিকে দেশের আদিবাসী সমাজের প্রতিনিধি হিসাবেই দেখছে তারা, আর সেই কারণে দ্রৌপদী মূর্মূ-র দিকেই নবীন পট্টনায়েকের দলের ভোট ঝুঁকে রয়েছে।