কোঝিকোড় বিমানবন্দরের সুক্রবার রাতে ঘটে গিয়েছে ভয়ানক বিমান দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এই বিমানবন্দরের রানওয়েটি টেবিল-টপ অর্থাৎ মালভূমির মতো বলেই সমস্যা হয়েছে। তবে এই ধরণের রানওয়েতে জেট ইঞ্জিন চালিত বিমানগুলি দুর্ঘটনায় পড়লে কীভাবে তার মোকাবিলা করা হবে, মাঝে মাঝেই তার মহড়া দিত করিপুর বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, মহড়া আর সত্যি সত্যি চোখের সামনে 'রক্ত ও মৃত্যু'র মোকাবিলা করা মোটই এক বিষয় নয়। শুক্রবার বন্দর কর্তৃপক্ষের দল আসারও আগে ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য ছুটে গিয়েছিলেন স্থানীয় মানুষ। ঘটনার ভয়াবহ বিবরণ দিয়েছেন তাঁরা -