করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আরও আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা। মে মাসে প্রকাশিত একটি গবেষণা পত্রে বলা হয়েছে বাতাসে করোনার জীবাণু প্রায় ১৪ মিনিট স্থায়ী হতে পারে। কথা বলার সময় বা শ্বাস প্রশ্বাসের সময় কোনও মানুষের মুখ থেকে করোনার যে জীবাণু বার হয় তা বাতাসের মাধ্যমে অন্য কোনও ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়ে বাতাসের মাধ্যমে করোনাভাইরাসের জীবানু ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে সবথেকে বেশি। তাই মাস্কের ব্যবহারের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।