শনিবার শহরের আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পরিমাণ একটু কমলেও সেটা বেশি দিন স্থায়ী হবে না। সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টি শুরু হবে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৪ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে। এই মুহূর্তে সকাল ৮ টা ১৯ মিনিটে শহরের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। ২৪ তারিখ নাগাদ আবার একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে ২৪, ২৫, ২৬ এই তিন দিন বৃষ্টির পরিমান আরও বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টি হবে।