শীত (Winter) পড়ার সঙ্গে সঙ্গে টান ধরতে শুরু করে ত্বকে। এর প্রভাবে ত্বক, চুল সবেই পরিবর্তন দেখা দেয়। শীতে গোড়ালি ফাটার সমস্যায় নাজেহাল সকলে। এই সমস্যা নতুন কিছু নয়। সমস্যা থেকে বাঁচতে ময়েশ্চরাইজার (Moisturizer) লাগাই অনেকে। কিন্তু, এতে তেমন সুরাহা হয় না। এই সমস্যা দূর করতে নিয়মিত পায়ের যত্ন (Foot Care) নেওয়া প্রয়োজন। পা পরিষ্কার করা, প্যাক লাগানো, সঠিক মোজা ও জুতো পড়া- নজর দিতে হবে সর্বত্র। জেনে নিন শীতে পায়ের যত্ন নিতে কী করবেন।