অন্তঃসত্ত্বা থাকাকালীন নানা ধরনের সমস্যায় কম বেশি পড়তে হয় সকলকেই। তার মধ্যে মর্নিং সিকনেস একটি। গর্ভাবস্থার শুরু থেকে ১২-১৪ সপ্তাহ পর্যন্ত একটা বমি বমি ভাব থাকে। একেই বলা হয় মর্নিং সিকনেস। সকলেরই যে এটা হয়, তা নয়। তবে বেশিরভাগেরই এই সমস্যা দেখা যায়। এই সময়টা খুবই ক্লান্তি আসে শরীরে। কিছু খেতে ইচ্ছে করে না। সারাদিন যেন শুয়ে থাকতে ভাল লাগে। এই সময়ে মাঝে মাঝে প্যানিক অ্যাটাকেরও শিকার হয় কেউ কেউ। এই মর্নিং সিকনেসের শিকার হলে কীভাবে এই সমস্যা থেকে বেরানো সম্ভব হয়, রইল তার হদিশ।