১৯৫০ সালে কলকাতায় তিনি দ্য মিশনারিজ অফ চ্যারিটি দাতব্য ধর্মপ্রচারক সংঘ নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে এই সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ৪৫০০ সন্ন্যাসিনী। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে 'সন্ত' হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি 'কলকাতার সন্ত টেরিজা' হিসেবে আখ্যায়িত হন। ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নেন, সন্ন্যাস নিয়ে গরিব আর্তদের সেবায় নিয়োজিত করবেন নিজেকে। তা ভেবেই সুদূর আলবেনিয়া ছেড়ে মানুষ সেবার টানে ভারতে এসেছিলেন তিনি। এই শহরকে ভালোবেসে এখানেই আমৃত্যু থেকে গিয়েছে সারা বিশ্বের কাছে কলকাতাকে উপরে তুলে ধরেছিলেন তিনি।