লক্ষ্মী পুজোর দিন বানাত পারে নিমকি। এই দিন অনেকের বাড়িতেই অতিথির আগমন হয়ে থাকে। এদিন বানিয়ে ফেলুন নিমকি। উপকরণ- ময়দা (২ কাপ), তেল (২ চা চামচ), নুন (পরিমাণ মতো), চিনি (হাফ চা চামচ), কালোজিরে (১ চা চামচ), জল (হাফ কাপ), সাদা তেল (পরিমাণ মতো)। এই সকল উপকরণ দিয়ে সহজে নিমকি বানানো সম্ভব।