বানাতে পারেন তিরঙা কাগজের মুকুট। তিনটি রঙের A4 মাপের কাগজ, ফিতে, পোস্টার কালার, পেইন্ট ব্রাশ, বোতলের ক্যাপ, কাঁচি এবং ফেভিকল প্রয়োজন এটি বানাতে। প্রথমে কাগজগুলো নৌকার যেভাবে তৈরি করে সেভাবে তিন কোণা করে গড়ে নিন। এভাবে বেশ কয়টি তিন কোণা কাজগ বানাবেন। তিনটি রঙেরও বানাতে হবে। এবার একটি পিচবোর্ডে গোল করে আঁকুন মুকুট।