সামনে এল 'পিপলস পালস'-এর জনমত সমীক্ষার ফল। যে ফল থেকে দেখা যাচ্ছে রাজ্যের মানুষ বাংলার পরিবর্তনের জন্য তৈরি। তবে বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে সর্বত্র। সেইসঙ্গে রয়েছে স্থানীয় নেতার অভাব। তা সত্ত্বেও তৃণমূল সরকারের প্রতি মানুষের ক্ষোভের ফায়দা তুলতে চলেছে তারা। এমনটাই দেখা যাচ্ছে সমীক্ষার ফলাফলে। তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ মূলত কয়েকটি বিষয়ে - দুর্নীতি, কর্মসংস্থানের অভাব, সরকারি প্রকল্পের সুবিধা প্রাপ্তিতে বৈষম্য ইত্যাদি। অন্যদিকে অনেক জেলাতেই চোরাস্রোত বইছে হিন্দুত্বের। তবে এই সমীক্ষার তথ্য সংগ্রহের কাজ পিপলস পালস সংস্থা করেছে গত ডিসেম্বরে। তারপর বাংলার রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। তাই এই সমীক্ষার ফল নির্বাচনের ফলের একটা আভাষ দিতে পারে মাত্র -