ঘুম থেকে উঠে এই পাঁচ ভুল করবেন না, শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে এই কারণে

Published : Feb 25, 2022, 09:05 AM ISTUpdated : Feb 25, 2022, 09:08 AM IST
ঘুম থেকে উঠে এই পাঁচ ভুল করবেন না, শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে এই কারণে

সংক্ষিপ্ত

সুস্থাস্থ্য (Good Health) বজায় রাখার সঙ্গে দরকার মানসিক স্বাস্থ্য ভালো রাখা। তবেই, সারাদিন ভালো কাটবে, সব কাজে উৎসাহ পাবেন। এবার থেকে, দিন ভালো কাটাতে মেনে চলুন বিশেষ কয়টি জিনিস। দিনের শুরুটা সঠিকভাবে করলে, সারাদিন ভালো কাটবে। ঘুম থেকে উঠে কয়টি কাজ ভুলেও করবেন না।

সুস্থ থাকতে প্রয়োজন স্বাস্থ্যকর জীবন। এই স্বাস্থ্যকর জীবন মানে নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা (Wakeup), এক্সারসাইজ (Exercise), স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ (Foods)। সুস্থাস্থ্য (Good Health) বজায় রাখার সঙ্গে দরকার মানসিক স্বাস্থ্য ভালো রাখা। তবেই, সারাদিন ভালো কাটবে, সব কাজে উৎসাহ পাবেন। এবার থেকে, দিন ভালো কাটাতে মেনে চলুন বিশেষ কয়টি জিনিস। দিনের শুরুটা সঠিকভাবে করলে, সারাদিন ভালো কাটবে। ঘুম থেকে উঠে কয়টি কাজ ভুলেও করবেন না। এই কয়টি কাজ সারাদিন নষ্ট করে দেয়।  

হয়তো ঘুম ভেঙেছে সকাল সাতটায়। আপনি বিছানা (Bed) ছাড়লেন তার প্রায় ১ ঘন্টা পর। অনেকেই ঘুম ভাঙার পর দীর্ঘক্ষণ খাটে শুয়ে থাকে। আলসেমি বহু মানুষের সমস্যা। এই সমস্যার জন্য সারাদিন ক্লান্তি (Tired) ভাব, কাজে উদ্যোগ না পাওয়ার মতো সমস্যা দেখা দেয়। সমস্যা কাটাতে মেনে চলুন এই টোটকা। সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিছানা ছাড়ুন। হাতে সময় থাকলে এক্সারসাইজ করুন অথবা পরিবারের সঙ্গে গল্প করুন। তবে, ভুলেও দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকবেন না।  

মোবাইল এখন সারাদিনের সঙ্গী। মাথার কাছে ফোন নিয়ে ঘুমান অনেকেই। ঘুম আসার আগে ফোন ঘাঁটা কিংবা ঘুম থেকে উঠে আগে মোবাইলে হাচ দেওয়ার অভ্যেস আছে অনেকের। এই স্বভাব মোটেও ভালো নয়। রতে ফোন মাথার কাছে নিয়ে ঘুমানো উচিত নয়। মোবাইল (Mobile) থেকে এক প্রকার তরঙ্গ উৎপন্ন হয়স যা মস্তিষ্কের ক্ষতি করে। সঙ্গে ঘুম থেকে উঠেই আগে মোবাইল দেখবেন না। ইন্টারনেটের দৌলতে নানা রকম খবর দেখতে পাই। দিনের শুরুতে এমন কোনও খবর দেখলে তার প্রভাব সারাদিন থাকে। 

ঈশ্বর প্রণাম করা অভ্যেস করুন সকালে। ঘুম থেকে উঠে সবার আগে ঈশ্বর দর্শন করুন। শাস্ত্র মতে, এতে দিন ভালো কাটবে। সকালে উঠে ডাস্টবিন (Dustbin) অথবা এঁটো বাসনের দিকে তাকাবে না। অথবা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখবেন না। এতে দিন খারাপ যেতে পারে।   

সারাদিন ভালো কাটাতে চাইলে অবশ্যই এক্সারসাইজ (Exercise) করুন। রোজ সকালে উঠে অন্তত ৩০ মিনিট এক্সারসাইজ করুন। তা না হলে, হাঁটুন। এতে শরীর ও মন উভয় ভালো থাকবে। সব কাজে উদ্যোগ পাবেন। সঙ্গে দূর হবে মানসিক চাপ।  

শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই সঠিক সময় ব্রেকফার্স্ট (Breakfast) খান। সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। বিশেষ করে, সকালের খাবারের দিকে নজর দিন। রোজ হেভি ব্রেকফার্স্ট করুন। ব্রেকফার্স্ট ক্লিপ করার অভ্যেস থাকলে, তা আজই বদল করুন। এই অভ্যেস স্বাস্থ্যহানীর কারণ হতে পারে।  

আরও পড়ুন: রাতে ঘুমাতে যাওয়ার আগে ভুলেও এই চারটি খাবার খাবেন না, বাড়তে পারে ওজন

আরও পড়ুন: জিএসটি-র আওতা থেকে রেহাই পেল না কোচিং সেন্টারও, দিতে হবে ১৮ শতাংশ কর, জানাল CBIC

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা বাধ্যতামূলক, না হলে কিন্তু সমস্যায় পড়বেন
 

PREV
click me!

Recommended Stories

কিডনির স্বাস্থ্য ভালো রাখতে শীতের ৩টি সবজি অসাধারণ কাজ দেয়, জানুন কোনগুলি
Weight loss Tips: চিকেন খেলেই কমবে আপনার ওজন! জানুন চিকেন কিভাবে রান্না করবেন