Coronavirus: সাত দিনেই মুক্তি মিলবে আইসোলেশন থেকে, নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

করোনা থেকে বাঁচতে বহু নতুন নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। করোনার টেস্টে সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পর আইসোলেশন (Isolation ) নিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হল সরকারের পক্ষ থেকে।   স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড সেন্টারে চিকিৎসাধীন থাকাকালীন টানা তিনদিন জ্বর না এলে সাত দিনেই শেষ হবে আইসোলেশন(Isolation )। সাত দিন পর উপসর্গহীনদের ক্ষেত্রে দ্বিতীয়বার কোনও পরীক্ষার প্রয়োজন নেই।

২০১৯ সাল থেকে বিশ্বের প্রতিটি মানুষ লড়ে চলেছে করোনার (Corona) সঙ্গে। এই রোগ কেড়েছে বহু প্রিয়জনের প্রাণ, আবার বহু মানুষ করোনা মুক্ত হলেও, তাদের শরীরে বাসা বেঁধেছে অন্য জটিলতা। রোগ রোগ করে কাটছে বছরগুলো। এই সময় করোনা থেকে বাঁচতে বহু নতুন নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। করোনার টেস্টে সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পর আইসোলেশন (Isolation ) নিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হল সরকারের পক্ষ থেকে।   

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড সেন্টারে চিকিৎসাধীন থাকাকালীন টানা তিনদিন জ্বর না এলে সাত দিনেই শেষ হবে আইসোলেশন(Isolation )। সাত দিন পর উপসর্গহীনদের ক্ষেত্রে দ্বিতীয়বার কোনও পরীক্ষার প্রয়োজন নেই। এমনকী,স যাদের মৃদু উপসর্গ আছে তা পর পর তিনদিন স্যাচুরেশেনর মাত্রা ৯৩ শতাংশের বেশি থাকলে ৭ দিন পর ছেড়ে দেওয়া হবে। তবে, ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। তাদের কবে ছাড়া হবে, তা  নির্ভব করছে তাদের শারীরিক অবস্থার ওপর। আর যাদের অক্সিজেনের প্রয়োজন পড়ে, তাদের শারীরিক অবস্থার ওপর বিচার করে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তবে, মূলত মৃদু উপসর্গ যাদের তাদের মেনে চলতে হবে এই নিয়মাবলী। তাদের ক্ষেত্রে সাত দিনের আইলোসেলনই যথেষ্ট। করোনা থেকে মুক্তি পেতে সাত দিন নির্দিষ্ট নিয়েম থাকলেই হবে।

Latest Videos

আরও পড়ুন: Covid-19 warns: 'কোভিড পরিস্থিতি দ্রুত পরবর্তন হতে পারে', তৃতীয় তরঙ্গ নিয়ে আবারও সতর্ক করল কেন্দ্র

আরও পড়ুন: COVID-19 Rules: কোভিড নিয়মভঙ্গের অভিযোগ, কংগ্রেস নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

এদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর  (ICMRI) পক্ষ থেকে করোনা টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জানানো হয়েছে। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ কোভিড রোগীর (Covid) সংস্পর্শে এলেই পরীক্ষার প্রয়োজন। এখন প্রশ্ন হল কী করে বুঝবেন কোনও রোগী ঝুঁকিপূর্ণ?  ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর মতে, হাইপারটেনশন, ফুসফুস, কিডনির রোগী ও ষাটোর্ধ্ব কোনও ব্যক্তির করোনা আক্রান্ত হলে। আপনি যদি তার সংস্পর্শে আসেন, তাহলে কোভিড পরীক্ষা (Test) করা প্রয়োজন। তা না হলে, কোভিড পরীক্ষার দরকার নেই। এছাড়া, যে সকল ব্যক্তির কোভিডের (Corona) কোনও লক্ষণ নেই তাদের এই পরীক্ষার প্রয়োজন নেই। আইসোলেশনে থাকার মেয়াদ পূর্ণ হওয়ার পর প্রয়োজন নেই কোভিড পরীক্ষার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা হলে পরীক্ষা করাতে পারেন। গন্ধ চলে যাওয়া এমনকী স্বাদ না পাওয়ার মতো সমস্যা দেখলে পরীক্ষা করান। বিদেশযাত্রার সময়ও করোনা পরীক্ষা করতে হবে বলে জানানো হয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury