মাঙ্কিপক্স ও করোনাভাইরাস আসলে কী ? সংক্রমণে কোথায় এরা একে অপরের থেকে আলাদা


গোটা বিশ্বে এখন আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। মূলত মাঙ্কি পক্স হল একটি নতুন ভাইরাল সংক্রমণ। যা সারা শরীরে ফুসকুড়ি সৃষ্টি করে। আচমকা দেখলে মনে হবে যেনও ফোস্কা পড়েছে। করোনা ভাইরাস চলাকালীন এই নতুন সংক্রমণ ভারত-সহ সারা বিশ্বকেই আশঙ্কা ফেলেছে।  

গোটা বিশ্বে এখন আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। মূলত মাঙ্কি পক্স হল একটি নতুন ভাইরাল সংক্রমণ। যা সারা শরীরে ফুসকুড়ি সৃষ্টি করে। আচমকা দেখলে মনে হবে যেনও ফোস্কা পড়েছে। করোনা ভাইরাস চলাকালীন এই নতুন সংক্রমণ ভারত-সহ সারা বিশ্বকেই আশঙ্কা ফেলেছে। নতুন এই ভাইরাল পক্স, সারা পৃথিবীর বিশেষজ্ঞদের উদ্বেগের মুখে ফেলেছে। তবে মাঙ্কি পক্স এবং করোনাভাইরাস , কোথায় এরা একে অপরের থেকে আলাদা, চলুন জেনে নেওয়া যাক। 

কী বলছেন হু-র বিশেষজ্ঞরা ?

Latest Videos

ডবল্ুএইচও-র মতে, ১৩ মে থেকে ১২ টি রাষ্ট্র থেকে মাঙ্কি পক্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা রিপোর্টে আনা হয়েছে, সেগুলি সংক্রমণের স্থানীয় অঞ্চলের আওতায় আসে না।এই রাষ্ট্রগুলির মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস এবং পর্তুগাল। সাম্প্রতিক খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ২৫ মে পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ২১৯টি ল্যাব নিশ্চিত, যে মাঙ্কিপক্স কেস রয়েছে। হু-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁরা আশা করছেন বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের ঘটনা বাড়বে। তবে এটি করোনাভাইরাসের মতো ছড়িয়ে পড়বে , এমন কোনও বিষয় নেই। তার মানে এই নয়, এটি করোনাভাইরাসের মতো ছড়িয়ে পড়বে। এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। তাহলে ঠিক কোথায় এই দুই সংক্রমণ একে অপরের থেকে আলাদা।

আরও পড়ুন, সমকামী পুরুষরাই কি মাঙ্কি পক্সে আক্রান্ত হচ্ছে? স্বাস্থ্য সংস্থাগুলি কিন্তু তেমনই জানাচ্ছে

মাঙ্কিপক্স কি ? কোথা থেকে কীভাবে আসে ?

 মাঙ্কি পক্স এবং করোনাভাইরাস , কোথায় এরা একে অপরের থেকে আলাদা, জানতে হলে আগে মাঙ্কিপক্স নিয়ে একটা পরিস্কার ধারণ পাওয়া যাক। মাঙ্কি পক্স হল, একটি জু-নোটিক রোগ, যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়েছে। যা মানুষের মধ্যে সবচেয়ে সাধারণ অর্থপক্সভাইরাস সংক্রমণ হয়ে উঠেছে। এই ভাইরাসটি পশ্চিম ও মধ্য আফ্রিকার মতো, স্থানীয় অঞ্চলে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সঞ্চালনের মাধ্যমে উপস্থিত থাকে। মাঝে মাঝে তা মানুষের মধ্যে সংক্রমিত হয়। ভাইরাসটি ওই প্রাণী কামড়ে দিলে বা তার সংক্রামিত রক্ত বা শারীরিক তরল বা ত্বকের ক্ষত বা শ্বাসের এই নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু বাহক প্রাণী হল বানর, ইদুর, কাঠবেড়ালি,  কুকর হতে পারে।

আরও পড়ুন, 'এটা নিয়ে আইন হলে বেশি খুশি হব', সুপ্রিম কোর্টের মন্তব্যে কী প্রতিক্রিয়া শহরের যৌনকর্মীদের

করোনাভাইরাস কি ? এখন অবধি সারাবিশ্বে ৬২.৮ লক্ষ মানুষের মৃত্যু

অপরদিকে করোনা ভাইরাস হল একটি সংক্রমক রোগ। যা মারাত্বকভাবে ফুসফুসের উপর প্রভাব ফেলে। প্রথমে শ্বাসনালি এবং ধীরে ধীরে তা শ্বাসযন্ত্রের উপর ছড়িয়ে পড়ে শ্বাসকষ্ট তৈরি করে। এই ভাইরাসের এতটাই দাপট, যা ১৯ সালে মহামারি তৈরি করে এখন থামেনি। তিন কোভিড বর্ষ চলে গেলেও এখনও ভারতের মানুষ চতু্র্থ ঢেউয়ের আশঙ্কায় রয়েছে। ২০২২ সালের ২৬ মে অবধি গোটা বিশ্বে ৬২.৮ লক্ষ সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে। যা ২০১৮ সালের পর এটিকে সবথেকে উল্লেখযোগ্য মহামারিতে পরিণত হয়েছে। যদিও বিশ্বজুড়েই এখন ভ্যাকসিনেশন চলছে, তবুও থামেনি করোনার চোখ রাঙানি।

আরও পড়ুন, টেস্ট টিউব বেবি এবার সরকারি হাসপাতালে, আগামী সপ্তাহেই শুরু মমতার স্বপ্নের প্রকল্প এসএসকেম-এ

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury