আধার কার্ডে দেওয়া আঙুলের ছাপ নকল করেই লক্ষ লক্ষ গায়েব করে দিতে পারে প্রতারকরা, অবশ্যই মাথায় রাখুন ৯টি ধাপ

৯টি ধাপে এই বিশেষ কাজ করলেই আধার কার্ডের জালিয়াতি থেকে রক্ষা পেতে পারেন আপনি। বায়োমেট্রিক লক পদ্ধতিতে সুরক্ষিত রাখুন জরুরি ব্যক্তিগত তথ্য।

জরুরি তথ্যাদি থেকে ব্যাঙ্কের টাকা, আঙুলের ছাপ নকল করেই হয়ে যাচ্ছে বিরাট বড় সর্বনাশ। সাধারণ মানুষ কিছু না জেনেই প্রতারকদের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। আধার কার্ডের  তথ্য ব্যবহার করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। আধার ব্যবহারকারীর কাছে ফোন করে এখন আর OTP (One Time Password) চাওয়ার প্রয়োজনও পড়ছে না। বিশেষজ্ঞরা বলছেন যে,  আধার কার্ডে বায়োমেট্রিক লক না থাকাতেই আঙুলের ছাপ নকল করে প্রতারণা করা সম্ভব হচ্ছে। যদি আপনার আধার বায়োমেট্রিকও আনলক থাকে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি লক করুন এই পদ্ধতিতে।

নিজের স্মার্টফোনে আধার কার্ডের জন্য প্রয়োজনীয় mAadhaar অ্যাপটি ইনস্টল করুন।

ওই অ্যাপ-এ নিজের আধার কার্ডের নম্বর দিয়ে লগ ইন করুন।

Latest Videos

আধারের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে, সেই নম্বরে একটি OTP যাবে, সেই নম্বরটি লিখুন।

অ্যাপটির হোম পেজে বিভিন্ন পরিষেবার অপশন পাওয়া যাবে। 

‘মাই আধার’ (My Aadhar) বলে একটি অপশনে ক্লিক করুন। 

এভাবে আপনার আধার কার্ড পাওয়া যাবে। এর নিচের দিকে বায়োমেট্রিক্স লক বলে একটা অপশন আসবে। 

সেটাতে ক্লিক করলে দেখাবে আধার কার্ডটি বায়োমেট্রিক লক করা রয়েছে, নাকি আনলক রয়েছে।

আনলক দেখালে অবশ্যই লক করতে চাওয়ার অপশনে ক্লিক করুন।

এরপর আরও একটি OTP যাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। সেই নম্বরটি অ্যাপে দিলেই আধার কার্ডে দেওয়া আপনার নিজস্ব বায়োমেট্রিক (আঙুলের ছাপ বা চোখের স্ক্যান) লক হয়ে যাবে।

এর দ্বারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অন্য কেউ লেনদেন করতে চাইলেই আপনার কাছে OTP এসে পৌঁছবে। সেই OTP কোনও মানুষকে না দিলেই আপনার ব্যক্তিগত তথ্য বা টাকাপয়সা সুরক্ষিত থাকবে। 

আরও পড়ুন- 
'অবশ্যই ধ্বংস হবে...', কার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিলেন নুসরত জাহান?
Viral Video: কান ধরে 'মুরগি' করে অফিসের মেঝেতে শাস্তি! উত্তর প্রদেশে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের চূড়ান্ত অমানবিকতা
Viral Video: এ কি কাণ্ড! চলন্ত বাইকের ওপরেই মাখোমাখো প্রেমে জড়িয়ে গেলেন যুবক-যুবতী, দেখুন ভিডিও

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024