দেশের সবচেয়ে ধনী দল বিজেপিই, ধারে কাছে নেই কেউ - সম্পদের নিরিখে দ্বিতীয় স্থানেও নেই কংগ্রেস

২০১৯-২০ অর্থবর্ষে, ভারতের নির্বাচন কমিশনে (Election Commission of India) দাখিল করা ভারতের ৭টি জাতীয় ও ৪৪টি আঞ্চলিক রাজনৈতিক দলের সম্পদের পরিমাণ (Indian Political Party Assets) প্রকাশ করল এডিআর। সম্পদের দিক থেকে বিজেপির (BJP) ধারে কাছে নেই কেউ। 
 

আসন্ন ৫ রাজ্যের ভোটে বোঝা যাবে, কংগ্রেস-সহ (Congress) বিরোধী দলগুলি বিজেপির (BJP) ভোট ব্যাঙ্ককে আদৌ ছুঁতে পারল কিনা। তবে, নিশ্চিতভাবে বলা যায়, সম্পদের দিক থেকে অন্তত, আগামী কয়েক বছরের মধ্যে বিজেপিকে ধরতে পারবে না ভারতের কোনও রাজনৈতিক দলই। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (Association for Democratic Reform) বা এডিআর এক প্রতিবেদনে ২০১৯-২০ অর্থবর্ষে, ভারতের নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে দাখিল করা ভারতের রাজনৈতিক দলগুলির সম্পদের পরিমাণ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে সাতটি জাতীয় দলের মোট ঘোষিত সম্পদের মধ্যে ৭০ শতাংশ সম্পদই ভারতীয় জনতা পার্টি বা বিজেপির। বাকি ৬টি জাতীয় দলের সম্পদ মিলিয়ে হয়েছে বাকি ৩০ শতাংশ। 

এই প্রতিবেদন অনুসারে, ২০১৯-২০ অর্থবছরে ৭ টি জাতীয় দলের ঘোষিত মোট সম্পদের পরিমাণ ছিল ৬,৯৮৮.৫৭ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ সম্পদ রয়েছে বিজেপির অ্যাকাউন্টে, ৪৮৪৭.৭৮ কোটি টাকা, অর্থাৎ ৭ দলের মোট সম্পদের ৬৯.৩৭ শতাংশ। সম্পদের পরিমাণের দিক থেকে কিন্তু দ্বিতীয় স্থানে নেই কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি বা বিএসপি (BSP)। তবে তারা বিজেপির থেকে অনেক পিছনে, নির্বাচন কমিশনে ঘোষিত সম্পদের পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। এই তালিকায় জাতীয় কংগ্রেস আছে তৃতীয় স্থানে, সম্পদের পরিমাণ ৫৮৮.১৬ কোটি টাকা।

Latest Videos

আরও পড়ুন - Ichapur TMC Leader Murder: ইছাপুরে খুন নোয়াপাড়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা

আরও পড়ুন - Padma Shri Award 2022: পদ্মশ্রী পেলেন সংঘমিত্রা, এই কৃতী বাঙালি মহিলা বিজ্ঞানীকে চেনেন কি

আরও পড়ুন - 'শুভেন্দু হাটাও, বিজেপি বাঁচাও, আওয়াজ উঠবে একদিন', দলত্যাগের পর বার্তা হাওড়ার যুব সহ সভাপতির

অন্যদিকে, ৪৪ টি আঞ্চলিক দলের মোট ঘোষিত সম্পদের পরিমাণ ২,১২৯.৩৮ কোটি টাকা। এর মধ্যে উপরের দিকে থাকা ১০টি দলের হাতেই রয়েছে ২০২৮.৭১৫ কোটি টাকার সম্পদ, অর্থাৎ আঞ্চলিক দলগুলির ঘোষিত মোট সম্পত্তির ৯৫.২৭ শতাংশ। আঞ্চলিক দলগুলির মধ্যে, সর্বোচ্চ সম্পদ রয়েছে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে জোর চ্যালেঞ্জের মুখে ফেলা সমাজবাদী পার্টি (Samajwadi Party)। তাদের হাতে রয়েছে ৫৬৩.৪৭ কোটি টাকা মূল্যের সম্পত্তি, অর্থাৎ আঞ্চলিক দলগুলির মোট সম্পদের ২৬.৪৬ শতাংশ। এই তালিকায় এরপর রয়েছে, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস (TRS) দল। ২০১৯-২০ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল ৩০১.৪৭ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা এআইএডিএমকে (AIADMK) দলের সম্পদ ছিল ২৬৭.৬১ কোটি টাকার।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলির ঘোষিত সম্পদ মোট ছয়টি ভাগের অধীনে পড়ে - স্থায়ী সম্পদ, ঋণ এবং অগ্রিম, এফডিআর / আমানত, টিডিএস, বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ। জাতীয় দলগুলির মধ্যে, বিজেপি এবং বিএসপি এফডিআর -এর অধীনে সর্বোচ্চ সম্পদ ঘোষণা করেছে, যথাক্রমে ৩২৫৩.০০ কোটি এবং ৬১৮.৮৬ কোটি টাকা। আঞ্চলিক দলগুলির মধ্যে, সপা (৪৩৪.২১৯ কোটি টাকা), টিআরএস (২৫৬.০১ কোটি টাকা), এআইএডিএমকে (২৪৬.৯০ কোটি টাকা), ডিএমকে (১৬২.৪২৫ কোটি টাকা), শিবসেনা (১৪৮.৪৬ কোটি টাকা) এবং বিজেডি (১১৮ কোটি টাকা) - ফিক্সড ডিপোজিটের অধীনে সর্বোচ্চ সম্পদ ঘোষণা করেছে।

২০১৯-২০ অর্থবছরের জন্য ৭টি জাতীয় এবং 44টি আঞ্চলিক রাজনৈতিক দলের ঘোষিত মোট লায়াবিলিটি অর্থাৎ ঋণ এবং অগ্রিমের পরিমাণ ছিল ১৩৪.৯৩ কোটি টাকা। জাতীয় দলগুলি মধ্যে সর্বাধিক আর্থিক দায়বদ্ধতার কথা ঘোষণা করেছে কংগ্রেস দল, মোট ৪৯.৫৫ কোটি টাকা। তারপরই রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দায়বদ্ধতা ১১.৩২ কোটি টাকার। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?