Chandrayaan-3: আর মাত্র একদিন পরেই চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩, দেখে নেওয়া যাক ধাপে ধাপে এই মহাকাশযানের যাত্রাপথ

আগামী ২৩ অগাস্ট চাঁদে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। এখন পর্যন্ত কোন কোন পর্যায় পেরিয়েছে মহাকাশ যান?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। ইতিমধ্যেই ল্যান্ডার 'বিক্রম' সফলভাবে তার দ্বিতীয় এবং চূড়ান্ত ডিবুস্ট কৌশল সম্পন্ন করেছে। চাঁদের কাছাকাছি আসতেই গতি অনেকটাই কমেছে চন্দ্রযানের। মহাকাশযানটি সব 'মুন-বাউন্ড' কৌশল সফল ভাবে সম্পন্ন করেছে। বৃহস্পতিবার, ল্যান্ডার 'বিক্রম' সফলভাবে প্রোপালশন মডিউল থেকে আলাদা করা হয়েছে। আগামী ২৩ অগাস্ট চাঁদে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। এখন পর্যন্ত কোন কোন পর্যায় পেরিয়েছে মহাকাশ যান? একনজরে দেখে নেওয়া যাক চন্দ্রযান-৩-এর টাইম লাইন।

চন্দ্রযান-৩-এর টাইম লাইন

Latest Videos

৬ জুলাই ২০২৩

৬ জুলাই চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই দিন ঘোষণা করা হয় আগামী ১৪ জুলাই লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ হবে এই মহাকাশ যান।

১১ জুলাই ২০২৩

এইদিন ২৪ ঘন্টা ধরে উৎক্ষেপণের অনুকরণে রিহার্সাল হয়। সফলভাবেই সমন্ন হয় এই রিহার্সাল।

১৪ জুলাই ২০২৩

ঐতিহাসিক এই দিনেই উৎক্ষেপন করা হয় চন্দ্রযান-৩। এলভিএম৩ এম৪ (LVM3/M4) রকেটের সাহায্যে চন্দ্রযান-৩-কে পাঠানো হয় নির্দিষ্ট কক্ষপথে।

১৫ জুলাই ২০২৩

এই দিন চন্দ্রযান-৩ দ্বিতীয় কক্ষপথ উত্থাপন কৌশল সম্পন্ন করে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে এই দিনই মহাকাশযানটিকে কক্ষপথের ৪১৭৬২ কিলোমিটার X ১৭৩ কিলোমিটার অবস্থানে পাঠানো হয়।

১৭ জুলাই ২০২৩

এইদিন চন্দ্রযান-৩ এর তৃতীয় কক্ষপথ উত্থাপন কৌশল সম্পন্ন করে।

২২ জুলাই ২০২৩

চতুর্থ কক্ষপথ-উত্থাপন কৌশল সম্পন্ন করে চন্দ্রযান-৩। এই পর্যায়ে ৭১৩৫১ কিমি x ২৩৩ কিমি কক্ষপথে অবস্থান করে মহাকাশযানটি।

১ অগাস্ট ২০২৩

মহাকাশযানটিকে চাঁদের বলয়ে তথা ট্রান্সলুনার কক্ষপথে প্রবেশ করে।

৫ অগাস্ট ২০২৩

চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে

৯ অগাস্ট ২০২৩

কক্ষপথ হ্রাস কৌশল প্রয়োগ করা হয়।

১৬ অগাস্ট ২০২৩

কক্ষপথের ১৫৩ কিমি x ১৬৩ কিমি-তে পাঠানো হয় মহাকাশ যানটিকে।

১৭ অগাস্ট ২০২৩

ল্যান্ডার মডিউল সফলভাবে প্রোপালশন মডিউল থেকে পৃথক করা হয়।

২০ অগাস্ট ২০২৩

চূড়ান্ত ডিবুস্টিং অপারেশন সম্পন্ন হয়।

২১ অগাস্ট ২০২৩

ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা চাঁদের নানা অংশের ছবি তোলা হয়।

২৩ অগাস্ট ২০২৩

চাঁদের মাটিতে অবতরণ চন্দ্রযান-৩ এর। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অবতরণ করবে বলে জানাচ্ছে ইসরো।

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari