Chandrayaan 3: নিষ্ঠুর চাঁদনি রাতে কি চোখ খুলবে চন্দ্রযান-৩? জানালেন ইসরোর চাঁদ মিশনের প্রজেক্ট ডিরেক্টর

Published : Sep 20, 2023, 02:12 PM ISTUpdated : Sep 20, 2023, 02:13 PM IST
Chandrayaan 3 most difficult phase

সংক্ষিপ্ত

আর মাত্র দু'দিন পরই ফের চাঁদের মাটিতে পড়বে সূর্যের আলো। অবশেষে কি তবে আবার ঘুম ভাঙবে ইসরোর চন্দ্রযান-৩ এর?

আর মাত্র দু'দিন পরই ফের চাঁদের মাটিতে পড়বে সূর্যের আলো। অবশেষে কি তবে আবার ঘুম ভাঙবে ইসরোর চন্দ্রযান-৩ এর? গোটা দেশের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ১৪ দিন আগে চাঁদের রাত্রি দশা শুরু হওয়া থেকেই কনকনে ঠান্ডায় ঘুমিয়ে আছে ভারতের চন্দ্রদূত। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান কি ফের একবার জেগে উঠবে? নাকি চিরকালের মতো গভীর চাঁদের কোলেই মিলিয়ে যাবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান? কী আছে চন্দ্রযানের ভাগ্যে?

গত ২৩ অগাস্ট চাঁদের মাটি ছুঁয়েছিল চন্দ্রযান-৩। তারপর থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে হেঁটে বেড়াচ্ছিল রোভার প্রজ্ঞান। গত ১৪ দিন আগে চাঁদের রাত্রি দশা শুরু হওয়ার পর থেকেই ঘুমিয়ে আছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। এবার চন্দ্রযান চাঁদের ১৪ দিনের দিন সময়কালে কি ফের কোনও মিরাকেল হবে? সকলকে চমকে দিয়ে কি আবার জেগে উঠবে ইসরোর চন্দ্রদূত? এবার এই নিয়ে মুখ খুলেছেন চন্দ্রযান ৩-এর প্রজেক্ট ডিরেক্টর। সরোর চন্দ্রযান-৩ মিশনের প্রজেক্ট ডিরেক্টর পালানিভেল ভিরামুথুভেল বলেন,'চাঁদের রাত বড় নিষ্ঠুর। চাঁদে রাত নাম্লে আবহাওয়াও ভয়াবহ রূপ নেয়। তাপামাত্রা নেমে যায় -১৭৫ ডিগ্রি সেলসিয়াসে। এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা কতটা ঠিক থাকবে সেই নিয়ে আশঙ্কা রয়েছে।'

PREV
click me!

Recommended Stories

দিল্লি আর হরিয়ানা শীতের ইনিংসে হারিয়ে দিল শিমলাকে, গুরুগ্রামের পারদ নেমেছে ০ ডিগ্রিতে
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের অপেক্ষার শেষ কবে? তবে মোট বকেয়ার পরিমান কত হবে জানেন?