বিশেষজ্ঞদের কথায় চন্দ্রযান -৩ এর সফট ল্যান্ডিং আর্থাৎ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের জন্য শেষ ২০ মিনিট অত্যান্ত গুরুত্বপূর্ণ।
ইতিহাস তৈরির কাউন্টডাউন শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে চন্দ্রযান-৩এর চাঁদের মাটি স্পর্শ করতে। ভারতের চন্দ্র অভিযান যদি সফল হয় তাহলে চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছোঁয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত। কিন্তু সামনে মাত্র একটাই বাধা রয়েছে। মহাকাশ বিজ্ঞানীদের কথায় চাঁদের মাটি ছোঁয়ার আগে মাত্র ২০ মিটির অত্যান্ত কঠিন। এই সময়ের সময়ের মধ্যেই ঘটে যেতে পারে যাবতীয় দুর্ঘটনা। তবে অত্যান্ত সাবধানী ইসরো। প্রতিটি পদক্ষেপই মেপে মেপে নিচ্ছে ইসরো।
ভারতের আগে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চিন। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার বিকেলে সেই কৃতিত্ব অর্জন করতে পারবে ভারত। তবে বিশেষজ্ঞদের কথায় সফট ল্যান্ডিং আর্থাৎ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের জন্য শেষ ২০ মিনিট অত্যান্ত গুরুত্বপূর্ণ। ইসরোর বিজ্ঞানীরা মিশনের একদিন আগেই অবতরণের প্রোগ্রামিং করবেন। শেষ কয়েক মিনিট একটি স্বায়ত্বশাসিত বিষয় হবে। অর্থাৎ সেখানে পৃথীবি থেকে নিয়ন্ত্রণ থাকবে না। যা করার বিক্রমে সেট করা প্রোগ্রমই করবে। তাই শেষের ২০ মিনিট ল্যান্ডার বিক্রমের জন্য খুবই কঠিন।
ভোট বাড়াতে শচীনের ওপর আস্থা নির্বাচনে কমিশনের, জাতীয় আইকন প্রাক্তন ক্রিকেটার
মঙ্গলবার ইসরো জানিয়েছে চন্দ্রযান -৩ আগামী ২৩ অগাস্ট অর্থাৎ বুধবার চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য তৈরি। নির্ধারিত ও সঠিক সময়ই চন্দ্রযান -৩ চাঁদের মাটি স্পর্শ করবে। প্রতিটি সিস্টেম নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও ত্রুটি ধরা পড়েনি।
মহাকাশ সংস্থা ইসরো প্রায় ৭০ কিলোমিটার উঁচু থেকে ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (এলপিডিসি) রাখবে। সেখান থেকে চাঁদের ছবিগুলি তোলা হবে। ভিডিওগ্রাফিও করা হবে। ইসরো জানিয়েছে, এসপিডিসি ছবিগুলি একটি অনবর্ড চাঁগের রেফারেন্স মানচিত্রের সঙ্গে মিল রেখে অবস্থান নির্ধারণে ল্যান্ডার মডিউলকে সাহায্য করবে।
ভারতের পরে রাশিয়া লুনা-২৫ উৎক্ষেপণ করে। অত্যান্ত দ্রুতগতিতে সেটি চাঁদের কক্ষপথে পৌঁছে যায়। কিন্তু পুতিনের চন্দ্র অভিযানের স্বপ্ন বাস্তব হয়নি। অবতরণের ঠিক আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা -২৫। সঙ্গে সঙ্গে মস্কো চন্দ্র অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে। প্রায় অর্ধ শতক পরে চন্দ্র অভিযানে সামিল হয়েছিল রাশিয়া। যা পুরণ হয়নি। তাই ভারত প্রথম থেকেই অত্যান্ত সাবধানে পদক্ষেপ করছে। তবে লুনা-২৫এর তোলা ছবিগুলি মহাকাশ বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ। রাশিয়ার লুনা-২৫ অবতরণের মুখে যেসব ছবি পাঠিয়েছিল তারমধ্যে একটি ছবিতে রয়েছে সুবিশাল গর্ত। আর রয়েছে বেশ কিছু ছোট ছোট গর্ত। ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে লুনা -২৫। এই দিনই একটি ছবি, বরং সেলফি বলাই শ্রেয় পাঠায়। সেখানে দেখা গেছে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে একটি বিশাল গর্ত। জ্যোতির্বিজ্ঞানীরা গর্তটির নাম দিয়েছে জিমান(Zeeman)। বিজ্ঞানীদের অনুমান গর্তটি বেশ গভীর।
'নিয়মিত মাছ খান আর ঐশ্বর্য রাইয়ের মত সুন্দর চোখ পান', মন্ত্রী উবাচ