সুব্রহ্মণ্যম স্বামীর এই টুইট ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। ঘরে বাইরে এই চাপের মুখে পড়ে কী পদক্ষেপ হবে রেলমন্ত্রীর সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছিল বিরোধী শিবিরে। এই মর্মান্তিক ঘটনার জন্য রেলের ব্যর্থতাকেই দায়ী করছেন অনেকে। তবে এই সুর শুধু বিরোধী শিবিরেই আটকে নেই আটকে, এবার রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠল খোদ কেন্দ্রের বিজেপি সরকারের অন্দরেই। রবিবার টুইটবার্তায় এমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। টুইটে তিনি স্পষ্ট লিখেছেন, প্রধানমন্ত্রী মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার জন্য বিখ্যাত। তারই মূল্য দিতে হচ্ছে।' সুব্রহ্মণ্যম স্বামীর এই টুইট ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। ঘরে বাইরে এই চাপের মুখে পড়ে কী পদক্ষেপ হবে রেলমন্ত্রীর সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
রবিবার বালেশ্বরের রেল দুর্ঘটনা প্রসঙ্গে নিজের দলের মন্ত্রীকেই কটাক্ষ করে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লিখলেন,'আমরা জানি যে দ্রুতগামী ট্রেনটি ট্র্যাক থেকে একটি আগত ট্রেনে উড়ে যায় সেই ট্র্যাকে কখনই অনুমতি দেওয়া হয়নি, কারণ ট্র্যাকগুলি একটি ধীরগতির ট্রেনের জন্য ছিল। তাই প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা না করে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অবশ্যই মোদী অযোগ্য, বা যোগ্য কিন্তু অনুপযুক্ত মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য বিশ্ব বিখ্যাত। তিনি একটি মূল্য পরিশোধ করছেন. মণিপুর প্রধান হিসাবে অযোগ্য কিন্তু অনুগত স্তাবকের আরেকটি উদাহরণ।'
অন্যদিকে শনিবার দিনভর ঘটনাস্থলেই দেখা গিয়েছে অশ্বিনী বৈষ্ণবকে। সেখানেই একাধিকবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। ঠিক কী কারণে ঘটল এই মর্মান্তিক ঘটনা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,'দুর্ঘটনার কারণ চিহ্নিত করা গিয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন। কে বা কারা এর জন্য দায়ী তাও জানা গিয়েছে।' তিনি আরও বলেন,'ইলেকট্রনিং ইন্টারলকিং সিস্টেম পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আপাতত আমাদের প্রথম কাজ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে রেল পরিষেবা স্বাভাবিক করা।'
দুর্ঘটনার জেরে উপড়ে গিয়েছে বালেশ্বর রুটের বাহানাগা স্টেশনের কাছের রেললাইন। ছাড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের বগির ভাঙা অংশ। দুর্ঘটনার জেরে প্রচুর ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরাও। এই পরিস্থিতিতে যত তারাতারি সম্ভব ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায় ততই মঙ্গল। তবে কবে থেকে আবার স্বাভাবিক হবে পরিষেবা? শনিবার অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন রেলমন্ত্রী। শনিবার রাতে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,'উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আজ রাত থেকেই রেললাইন পুনরুদ্ধারের কাজ শুরু করে দেওয়া হচ্ছে। রবিবার সকাল থেকে লাইন পরিষ্কার, লাইন পুনর্নির্মাণ এবং ওভারহেড তারে বিদ্যুতের কাজ চলবে। সোমবার সকাল থেকে শুরু হবে সিগন্যালিং সিস্টেম পুনরুদ্ধারের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় করা করা হচ্ছে সমস্ত কাজ।'