লন্ডভন্ড হয়ে যাবে সাদা কুমির আর অলিভ রিডলি কচ্ছপের বাসা? ঘূর্ণিঝড় দানা-র আশঙ্কায় ত্রস্ত ভিরতকণিকা

ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে রে ধামারা বন্দরে। তেমনই বলছে মৌসম। যার সব থেকে বেশি প্রভাব পড়তে ওড়িশার ম্যানগ্রোভ অরণ্য ভিরতকণিকায়। রইল এই ম্যানগ্রোফ অরণ্যের বিস্তারিতথ্য

 

Saborni Mitra | Published : Oct 24, 2024 4:05 PM / Updated: Oct 24 2024, 06:50 PM IST
110
ভিরতকণিকা জাতীয় উদ্যান

ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায় ১৪৫ কিলোমিটার এলকা জুড়ে রয়েছে ভিরতকণিকা জাতীয় উদ্যোগ। ভারতের জতীয় উদ্যানগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ।

210
হাওয়া অফিসের পূর্বাভাস,

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ওড়িশার ভিরতকণিকা ও ধমারা বন্দর সংলগ্ন এলকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণি ঝড় দানা।

310
লন্ডভন্ড হতে পরে ভিরতকণিকা

ধূর্ণিঝড় দানার প্রভাবে লন্ডভন্ড হতে পারে অভয়অরণ্য ভিরতকণিকা। এটি সাদা কুমির ও কচ্ছপদের জন্য বিখ্যত।

410
ম্যানগ্রোভ অরণ্য

সমুদ্রতীরবর্তী অভয় অরণ্য হল ভিরককণিতা। জোয়ারের জলের মধ্যেই বেড়ে ওঠে জঙ্গল। সন্দবনের মতই সুন্দরী, গরানের জঙ্গল।

510
প্রাণীজগৎ

এই জঙ্গলে রয়েছে কুমির, ভারতীয় অজগরসাপ, বন্য শুয়োর, হরিণ।

610
বিখ্যাত প্রাণি

এই জঙ্গতের বিখ্যাত প্রাণি হল সাদা কুমির। আর অলিভ রিডলি কচ্ছপ। প্রতিবছরই এখানে ডিম পাড়ে এই প্রজাতির কচ্ছপ। শীতের সময় এই প্রজাতির কচ্ছপ এখানে ডিম পাড়তে আসেয

710
পখি

প্রচুর পাখি রয়েছে ভরতকণিকা অভয় অরণ্যে। আবার শীতের দিকে পরিযয়ী পখিও আসে। কিন্তু ঝড়ে লন্ডভন্ড হতে পারে পখির।

810
চিন্তিত পরিবেশ প্রেমিকা

ঘূর্ণিঝড় দানার কারণে ভিরতকণিকা জঙ্গল লন্ডভন্ড হতে পরে বলেও আশঙ্কা করছেন পশুপ্রেমিরা। তাঁদের কথায় পখির বসা ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রবল জলোচ্ছ্বসের কারণে নষ্ট হয়ে যেতে পারে কচ্ছপের বাসা।

910
নিরাপদ আশ্রয়

স্থানীয় প্রশাসনের কথায় স্থানীয় বাসিন্দাদের আগে নিরাপদ স্থানে সরানো হয়েছে। তারপরই প্রয়োজনীয় বন্যপ্রাণী, পাখির শ্রুশ্রূশার দলও তৈরি রয়েছে। গাছেদের ক্ষয়ক্ষতির বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

1010
ঝড়ের গতিবেগ

বৃহস্পতিবার সকালে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গোপসাগরের উপরে প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার করে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos