নৈনিতালের থেকেও আজ শীতল দিল্লি, প্রবল শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকল উত্তর ভারতের বিস্তৃর্ণ এলাকা

আজ সকালে ঘন কুয়াশার কারণে দিল্লির রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে রীতিমত সমস্যায় পড়তে হয়েছে। উল্লেখ্য আজ নৈনিতালের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে দিল্লিতে পাঁচের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা।

হারকাঁপানো ঠান্ডায় ঘুম ভাঙল রাজধানীর। তীব্র ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার চাঁদরে মোড়া দিল্লি। বছর শেষে প্রবল শৈত্যপ্রবাহ উত্তর ভারতের বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে। গত কয়েকদিন ধরেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে দিল্লির তাপমাত্রা। আজ তাপমাত্রার পারদ আরও কমে ৫ডিগ্রিতে পৌঁছেছে। পাশাপাশি ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমান্যতাও। শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। চাবুকের মত শীতের সঙ্গে কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় রাজধানীতে ব্যহত যান চলাচলও। শুধু দিল্লি নয়, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ডের বিস্তৃর্ণ এলাকাজুড়ে শুরু হয়েছে প্রবল শৈত্যপ্রবাহ। আজ সকালে ঘন কুয়াশার কারণে দিল্লির রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে রীতিমত সমস্যায় পড়তে হয়েছে। উল্লেখ্য আজ নৈনিতালের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে দিল্লিতে পাঁচের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা।

আজ সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় কমেছিল দৃশ্যমান্যতাও। গতকাল ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল, 'পাঞ্জাব, হরিয়ানা,চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। ২৬ ও ২৭ ডিসেম্বর উত্তরাখণ্ডে বিচ্ছিন্ন কিছু অংশেও প্রবল ঠান্ডার সম্ভাবনা আছে।' আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়,'নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে বিদ্যমান হালকা বাতাস এবং উচ্চ আর্দ্রতার কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশে ঘন কুয়াশা থাকবে।' ঘন কুয়াশার জেরে রাজধানীতে ব্যহত বিমান পরিষেবাও। দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে আজ সকালে জানানো হয়েছে,'ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় বিমানের উড়ান এবং অবতরণের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বিমানের সময়সূচির বিষয় সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করার।'

Latest Videos

 

 

একদিকে শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত, অন্যদিকে শতকের উষ্ণতম ডিসেম্বরের সাক্ষী থাকল বঙ্গ। গতকালের তুলনায় আরও একটু বাড়ল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসে। ভোরের দিকেও তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমেই বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সকাল থেকেই কুয়াশার চাঁদরে ঢেকে রয়েছে গোটা শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কমবে কুয়াশার প্রভাবও। সারাদিন আকাশ প্রায় পরিষ্কারই থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী পরশু থেকেই হাওয়া বলদের সম্ভাবনা আছে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেই ধীরে ধীরে বঙ্গে কমবে তাপমাত্রা।

 

 

আরও পড়ুন - 

ক্রমশ প্রাণঘাতী রূপ নিচ্ছে 'বম্ব সাইক্লোন', আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫০

ডিসেম্বরের শেষেও ঠান্ডার আমেজ অধরা, নতুন বছরে কি পড়বে জাঁকিয়ে শীত?

বছরের শেষ সপ্তাহেও দেখা নেই শীতের, চলতি বছরে কি ঠান্ডার আমেজ পাবে না বঙালি?

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed