স্থানীয় সূত্রে খবর ২৫ সেকেন্ড মতো স্থায়ীত্ব ছিল ভূমিকম্পের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে জানা যাচ্ছে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় ৫.৪।
প্রজাতন্ত্র দিবসের আগেই কেঁপে উঠল রাজধানী। মঙ্গলবার দুপুরে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক স্থানে ভূমিকম্প অনুভূত হল। দিল্লির পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর ভারতের নয়ডা, গাজিয়াবাদ ইত্যাদি অঞ্চলেও। স্থানীয় সূত্রে খবর ২৫ সেকেন্ড মতো স্থায়ীত্ব ছিল ভূমিকম্পের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে জানা যাচ্ছে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় ৫.৪। কম্পনের উৎস প্রসঙ্গে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ভূমিকম্পের সময় অনেকেই বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় রাজধানী-সহ উত্তর ভারতের বেশ কিছু একালায়। নয়ডা এবং উত্তর প্রদেশের বেশ কিছু এলাকায়ও একই দৃশ্য দেখা যায়। তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিশেষ কোনও খবর মেলেনি। এই একই ছবি দেখা গেল উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের হরিয়ানা-সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে।