Cyclone Dana: ল্যান্ডফলের পর কতক্ষণ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় দানা? রইল বড় আপডেট

মৌসম ভবনের বার্তা অনুযয়ী ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড়় দক্ষিণ-পশ্চিম দিকতে বাঁক নেবে। তারপরই শক্তিক্ষয় হয়। ঘূর্ণিঝড় পরিণত হয়ে নিম্নচাপে।

 

আর কিছুক্ষণ পরেই ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড়় দানার। তেমনই পূর্বভাস হাওয়া অফিসের। দ্রুত গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তবে ল্যন্ডফলের পরেও দানা তাণ্ডব চালাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় তেমনই জানিয়েছেন মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র। ল্যান্ডফলের পরি ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

মৌসম ভবনের বার্তা অনুযয়ী ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড়় দক্ষিণ-পশ্চিম দিকতে বাঁক নেবে। তারপরই শক্তিক্ষয় হয়। ঘূর্ণিঝড় পরিণত হয়ে নিম্নচাপে। ল্যান্ডফলের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝ়ড়ের কেন্দ্র বলে আর কিছুই থাকবে না। কেন্দ্রটি একটি শান্ত অঞ্চলে পরিণত হবে। মৌসম ভবন জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওড়িশার ধামারা উপকূলে ল্যন্ডফল প্রক্রিয়া শুরু করবে দানা। ল্যান্ডফল প্রক্রিয়া চলবে শুক্রবার সকাল পর্যন্ত। ঘূর্ণিঝড় যখন স্থলভাগে প্রবেশ করে তখনই সবথেকে দাপট থাকে। এক্ষেত্রেও তার অন্যথা হবে না।

Latest Videos

ঘূর্ণিঝড়ের ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে দুবার ফোন করেছিলেন। ভিতরকানিকা এবং ধামরার মধ্যে ল্যান্ডফল করার জন্য আসন্ন ঘূর্ণিঝড়ের জন্য রাজ্যের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। বৃহস্পতিবারই মধ্যরাতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে আজ আর বাড়ি ফিরবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। নবান্নে থেকেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। নবান্নে সাংবিদদের সঙ্গেও কথা বলেন মমতা। সেখানেই তিনি ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতির কথা জানিয়েছেন। মমতা বলেন, নবান্নে সর্বক্ষেণের হেল্পলাইন নম্বর চালু থাকবে। হেল্পলাইন নম্বরগুলি হল- (033) 2214526 ও (033)1070। মমতা জানিয়েছেন বৃহস্পতিবার রতে তিনি নবান্নেই থাকবেন। সেখানে তিনি গোটা পরিস্থিতির ওপর নজর রাখবেন। মমতা বলেন, 'মানুষের জীবন হল সবচেয়ে দামী। মনুষের জীবন রক্ষা করতে হবে। স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে সেই কারণে। আমি আজ রাতে নবান্নেই থাবক। বিপর্যয় মোকাবিলা দফতরের সকলে কাজ করবেন।' তিনি জানিয়েছেন, আধিকারিকরাও নবান্নে রাতে থাকবেন। তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia