সোমবার সুপ্রিম কোর্টে ছিল ২০১৩ সালের খাদ্য সুরক্ষাই আইন মোতাবেক এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানি। সেখানেই ওঠে বিনামূল্যে রেশন বিলি ইস্যু।
বিনামূল্যে রেশন বিলির থেকে কর্মসংস্থানের ওপর নজর দিন। সুপ্রিম কোর্ট বলল কেন্দ্রীয় সরকারকে। ফুড সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত একটি মামলায়র শুনানিতে সুপ্রিম কোর্ট এমনটাই পরামর্শ দিয়েছে কেন্দ্রকে। পাশাপাশি শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এত বড় রেশন সরবরাহ অব্যাহত থাকলে রাজ্য সরকারগুলি জনগণকে সন্তুষ্ট করতে রেশন করতে রেশন কার্ড ইস্যু করা চালিয়ে যাবে।
সোমবার সুপ্রিম কোর্টে ছিল ২০১৩ সালের খাদ্য সুরক্ষাই আইন মোতাবেক এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানি। সেখানেই ওঠে বিনামূল্যে রেশন বিলি ইস্যু। আদালতের তরফে আরও বলা হয়, এভাবে দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে থাকলে রাজ্য সরকারগুলি সাধারণ মানুষের মন জয় করতে বেশি বেশি করে রেশন কার্ড বিলি করবে। কোর্টে এই বিষয়টিও ওঠে, যে রাজ্য সরকার ভাল করেই জানে , তারা রেশন কার্ড বিলি করলেও রেশন দেওয়ার দায়িত্ব তাদের নয়, কেন্দ্রের। আদালতে আরও জানিয়েছে, রাজ্যগুলিকে যদি দায়িত্ব নিয়ে রেশন বিলি করতে বলা হয় তাহলে তারা টাকার অভাবের কথা বলে পিছিয়ে যাবে। এরপরই আদালত বলে কেন্দ্রের উচিৎ শুধুমাত্র বিনামূল্যে রেশন না দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এরফলে সাধারণের ক্রয়ক্ষমতা বাড়বে ও তারা বিনামূল্যে রেশনের অপেক্ষায় থাকবে না।
কোভিড-এর সময় পরিযায়ী শ্রমিকদের রেশন সংক্রান্ত সমস্যার নানা খবর সামনে আসে। ২০২০ সালে এই বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা হয়। তারই শুনানি ছিল সোমবার। সেখানে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী দেশজুড়ে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। যদিও এই দাবির পালটা আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, ২ থেকে ৩ কোটি মানুষ এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তাঁর আরও অভিযোগ, বঞ্চনা নিয়ে কোনও পদক্ষেপ করছে না কেন্দ্র। এই সময় দুই আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসের ৮ তারিখ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।