ভারতের বিভিন্ন রাজ্যে আয়োজিত হতে চলেছে জি ২০ গোষ্ঠীর বৈঠক, মুম্বই ছাড়াও তালিকায় আর কোন কোন শহর?

উন্নয়নের লক্ষ্যে ভারতের বহু রাজ্যের বড় বড় শহরগুলিতে আয়োজিত হচ্ছে জি ২০ সংগঠনের বিশেষ কার্যকর্তাদের বৈঠক। এই বৈঠকগুলিতে আলোচনা হবে বহু উন্নয়নকারী পদক্ষেপ নিয়ে।

২০২২ সালে আন্তজার্তিক ক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। আগামী ১ বছরের জন্য জি-২০ গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির সভাপতি হয়েছে ভারত। চলতি বছরের নভেম্বর মাসে জি-২০-র শীর্ষ সম্মেলন বসেছিল ইন্দোনেশিয়ার বালিতে। সম্মেলনের শেষে সমস্ত দেশের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতের প্রধান্ন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। কেন্দ্র সরকারের তরফে দেশের মানুষের উদ্দেশে জানানো হয়েছে, জি ২৪ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, আর্থিক মন্দার মতো বিষয়ে জোর দেওয়া হবে। জলবায়ু ও বিপর্যয় প্রতিরোধক পরিকাঠামো তৈরি করা হবে, এর পাশাপাশি ঋণ নেওয়ার জন্য বিশেষ ফান্ডও তৈরি করা হবে।

এই সম্মেলনের উদ্দেশ্যেই ভারতের বহু রাজ্যের বড় বড় শহরগুলিতে আয়োজিত হচ্ছে জি ২০ সংগঠনের বিশেষ কার্যকর্তাদের বৈঠক। এই বৈঠকগুলিতে আলোচনা হবে বহু উন্নয়নকারী পদক্ষেপ নিয়ে। আগামী দিনগুলিতে এই পদক্ষেপগুলিই বাস্তবায়িত করার দিকে নজর দেবে গোটা বিশ্ব। এই লক্ষ্যে ভারতের বাণিজ্যনগরী মুম্বই এবং স্টিল শহর বেঙ্গালুরুতে আয়োজিত হল সংগঠনের প্রথম বৈঠক। ১৩ এবং ১৬ তারিখ মুম্বইতে আয়োজিত হয়েছে উন্নয়নকারী কার্যসমিতির (Development Working Group) বৈঠক। অপরদিকে, ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে বেঙ্গালুরু শহরে আয়োজিত হয়েছে একটি অর্থ বিষয়ক বৈঠক, যেটিতে অংশ নিয়েছেন আর্থিক এবং কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটিরা (Finance and Central Bank Deputies) বা FCBD-র সদস্যরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রকের আধিকারিকরা।

Latest Videos

উল্লেখ্য, আসন্ন বেশ কয়েক মাস জুড়ে এই ধরনের বৈঠক হবে পশ্চিমবঙ্গেও। সরকারি সূত্রের খবর অনুযায়ী, জি ২০ গোষ্ঠীর ফিনান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কিং গ্রুপের বৈঠক বসবে কলকাতায়। দেশগুলির অর্থসচিব পর্যায়ের প্রতিনিধিরা উক্ত বৈঠকে অংশ নেবেন। প্রশাসনিক সূত্রে খবর, দেশে সব মিলিয়ে মোট ২১৯টি বৈঠক হবে। তার মধ্যে ১৫০টি বৈঠক হবে দিল্লিতে। গোয়াতেও বেশ কয়েকটি বৈঠক আয়োজিত হতে চলেছে। ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনদিন ধরে কলকাতার ইএম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে আর্থিক বিষয় সংক্রান্ত বৈঠক হবে।

এরপর বিজ্ঞান গবেষণা সংক্রান্ত বৈঠক হবে ৮ এবং ৯ ফেব্রুয়ারি। সেটিও আয়োজিত হবে বাইপাসের ধারের ওই পাঁচতারা হোটেলেই। বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং বিজ্ঞান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ওই দু’দিন। তৃতীয় বৈঠকে পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। সেটি হবে এপ্রিল মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে।


আরও পড়ুন-
মুম্বইতে আয়োজিত হল জি ২০-র বৈঠক, শহরের একাধিক জায়গায় ৫ দিন ধরে ট্রাফিকের হাই অ্যালার্ট
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি আধিকারিক চার্জশিট দিতেই পারেন না, আদালতে দাবি আইনজীবীর
‘তাওয়াং সীমান্তে চিন সেনার সাথে সংঘর্ষে কোনও ভারতীয় সেনার মৃত্যু হয়নি’, লোকসভায় জানালেন রাজনাথ সিং

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Chinmay Krishna Das-কে দেখা মাত্রই 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম কোর্ট চত্বর, দেখুন ভিডিও
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
‘এমন পরিস্থিতি করবো ৭১-এর থেকেও তিনগুণ বেশি বুঝতে পারবে!’ Suvendu-র তীব্র হুঁশিয়ারি
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি