এই মুহূর্তে দেশের সেরা দশ খবর, যাতে আপনাকে রাখতেই হবে চোখ

  • দেশের সেরা দশ খবর
  • বাছাই করা দশটি খবরে রাখুন চোখ
  • দেখে নিন কোথায় কী ঘটল আজ সারাদিন
  • রাজনীতি থেকে অপরাধ কোন ঘটনা উঠে এল সেরা দশে

Indrani Mukherjee | Published : Aug 31, 2019 4:43 AM IST / Updated: Aug 31 2019, 03:18 PM IST

রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ আপডেট, এর মধ্যে কোনও খবর হয়ে ওঠে শিরোনাম,আবার কেউ পড়ে থাকে আড়ালে। খবর মানেই তথ্যের ভাণ্ডার। খবর মানেই নিজের চারপাশকে জেনে নেওয়া। নিত্যদিনের ব্যস্ততায় কোনও খবর থাকে আমাদের চোখের সামনে আবার কেউ হারিয়ে যায় অতলে। দেশের সেরা দশ খবরের এই ফান্ডা আপনাকে শুধু আপডেটই করবে না সেই সঙ্গে জানিয়ে দেবে সামনের সময়ের বার্তাকেও। তাই এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা দশ খবর।

১) ৩৭০ ধারা বিলোপের আগে মোদীর উদ্যোগে আয়োজন করা হয়েছিল বিশেষ হোম-যজ্ঞ- জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের আগে ম্যাঙ্গালোরের কোল্লুরের মুকাম্বিকা মন্দিরের কাছে অর্থ মন্ত্রকের কাছ থেকে একটি টেলিফোন যায়। সেখানকার পুরোহিতদের বলা হয়েছিল একটি বিশেষ পুজোর আয়োজন করতে। শুধু তাই নয় সেই পুজোর প্রসাদ বিশেষভাবে তুলে দেওয়ার আর্জি জানানো হয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-এর হাতে। ৩৭০ ধারা বিলোপের আগে বিরাট আয়োজন, মোদীর উদ্যোগে করা হয়েছিল বিশেষ হোম-যজ্ঞ

২) প্রকাশিত হল এনআরসি তালিকা-  আজ সকাল ১০টায় প্রকাশিত হল ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস-এর চুড়ান্ত তালিকা। অসমের বৈধ নাগরিক কারা এবং কারাই বা অবৈধ অনুপ্রবেশকারীই বা কারা তা নির্ধারণ করতেই এনআরসি-র এই বিশেষ উদ্যোগ। অন্তত প্রায় ৪০ লক্ষ্য মানুষের ভাগ্য নির্ধারণ হবে এই রিপোর্টের ভিত্তিতে। আজ এনআরসি তালিকা প্রকাশ,অসমে জারি কড়া সতর্কতা, কী আছে রাজ্যবাসীর ভাগ্যে

৩) ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের পথে ব্যাঙ্ক কর্মীরা- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার ফলে কার্যত খুশি শিল্প মহল। তবে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের জেরে মোটেও খুশি নয়, ব্যাঙ্ক শিল্পের সঙ্গে যুক্ত কর্মচারী এবং শীর্ষ কর্তাদের একটা বড় অংশ। ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরুদ্ধে আন্দোলনে কর্মীরা, সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে শিল্প মহল

৪) রেল দুর্ঘটনায় মৃতদের জন্য় কী নয়া উদ্যোগ নিল রেল পুলিশ, দেলে নিন- ২০১৭ সালে পালঘর রেলওয়ে স্টেশনে এমনই দুর্ঘটনা ঘটেছিল বলে খবর। তবে সেবার এক ব্য়ক্তির মৃত্যুর পর প্রায় ১০ দিন অপেক্ষা করেছিল রেল পুলিশ কিন্তু তাতেও তার পরিবারের তরফে কোনও সাড়া না পাওয়ায় অবশেষে সেই দেহ কবর দিয়ে দেওয়া হয়। তারও  প্রায় ২ সপ্তাহ পর তার পরিবারের তরফে যখন ওই মৃতদেহ দাবি করা হয়, তখন কবর খুঁড়ে যখন তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ততক্ষণে তা পচে-গলে গিয়েছে। রেল দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা, দেহ সংরক্ষণে নয়া উদ্যোগ রেল পুলিশের

৫) অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকায় ১৯ লক্ষ মানুষের-  সকাল ১০ টায়ে প্রকাশিত হয়েছে অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা।প্রায় ৩.২৯ কোটি মানুষ আবেদন করেছিলেন, তালিকায়ে রয়েছে ৩ কোটি ১১ লক্ষ। আর সেই তালিকা থেকে বাদ পড়েছে অসমের প্রায় ১৯ লক্ষ মানুষ। অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হল , নাম নেই ১৯ লক্ষ মানুষের

৬) পাঁচশোরও বেশি নিয়োগ সেনাবাহিনীতে- নয়া চাকরিক্ষেত্র তৈরি করার একটি প্রাথমিক স্তরে পরিকল্পনা করে দেওয়া হয়েছে, যেখানে সর্বপ্রথম জম্মু ও কাশ্মীরে  সশস্ত্র বাহিনী নিয়োগই হবে কর্মসংস্থানের প্রথম সোপান। সরকারি কর্মকর্তার তরফে আরও জানানো হয়েছে যে, মোদী সরকার উপত্যকায় কর্মসংস্থানের জন্য অনেকভাবেই চেষ্টা করছে।  উপত্যকায় ৫০০০ কর্মসংস্থানের পথে সরকার, পাঁচশোরও বেশি নিয়োগ সেনাবাহিনীতে

৭) এনআরসি-তে 'নাম তুলতে' ১২০দিন সময়সীমা - অসমে এনআরসি থেকে বাদ পড়ে এখন চিন্তায় ঘুম ছুটেছে বহু মানুষের। তবে আসল নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে সদানন্দ সনোয়ালের বিজেপি সরকার। রাজ্য় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে , এনআরাসি তালিকা থেকে বাদ পড়লেও এখনই কাউকে বিদেশি হিসাবে ধরে নেবে না রাজ্য়। কোনওভাবেই তালিকায় নাম না থাকাদের গ্রেফতার করবে অসম পুলিশ। লাগবে ৪০ হাজার থেকে লক্ষাধিক টাকা, এনআরসি-তে 'নাম তুলতে' ১২০দিন সময়সীমা

৮) কোথায় কীভাবে এনআরসি-তে দেখবেন আপনার নাম,জেনে নিন- আজ সকাল ১০ টায়ে প্রকাশিত হয়েছে অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা।প্রায় ৩.২৯ কোটি মানুষ আবেদন করেছিলেন, তালিকায়ে রয়েছে ৩ কোটি ১১ লক্ষ। আর সেই তালিকা থেকে বাদ পড়েছে অসমের প্রায় ১৯ লক্ষ মানুষ। অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ, কোথায় কীভাবে দেখবেন আপনার নাম,জেনে নিন

৯) এনআরসি-তে নাম নেই, কী করবেন তাহলে, জেনে নিন- অবশেষে শনিবার ৩১ অগাস্ট অসমের চুড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করল অসম সরকার। তাদের দেওয়া হিসেব অনুযায়ী মোট ৩.২৯ কোটি মানুষ নাগরিকত্বের দাবি জানিয়েছিলেন, তারমধ্যে তালিকভুক্ত হতে পেরেছেন ৩.১১ কোটি। অর্থাৎ একদিনেই ১৯ লক্ষ মানুষ বেআইনি অনুপ্রবেশকারীর সন্দেহের তালিকায় চলে গেলেন। তবে তাদের এখনই বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে গোষণা করা হবে না। নাগরিকত্ব প্রমাণে আরও বেশ কয়েকটি সুযোগ তারা পাবেন। বৈধ নাগরিক, কিন্তু এনআরসি-তে নাম নেই, কী করবেন তাহলে, জেনে নিন

১০) কার্গিল যুদ্ধে লড়েও বিদেশীই হয়ে গেলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সেনা অফিসার- এনআরসির চুড়ান্ত তালিকাতেও জায়গা করে নিতে পারলেন না অবসর প্রাপ্ত ভারতীয় সেনা অফিসার মহম্মদ সানাউল্লা। কার্গিল যুদ্ধেও তিনি লড়াই করেছিলেন। কিন্তু গত বছর ফরেনার্স ট্রাইবুনালের এক রায়েই তিনি বিদেশী হয়ে গেলেন। শনিবার প্রকাশিত অসম এনআরসির চুড়ান্ত তালিকা থেকেও বাদ পড়লেন সানাউল্লা ও তাঁর পরিবার। লড়েছেন কার্গিল যুদ্ধে, তারপরও বিদেশীই হয়ে গেলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সেনা অফিসার

Share this article
click me!