QR কোড স্ক্যান করে একের পর এক পেমেন্ট করছেন? সাবধান! এই সতর্কতাগুলি অবলম্বন করুন

Published : Dec 19, 2024, 08:10 PM IST
QR Code

সংক্ষিপ্ত

আজকাল শুধু বড় অঙ্কের অর্থ নয়, সামান্য ৫-১০ টাকাও লেনদেন করা হয় কিউআর কোড স্ক্যান করে। 

ক্যাশ টাকা লেনদেন এখন প্রায় অতীত। অটো ভাড়া থেকে শুরু করে শপিং মলে পেমেন্ট কিংবা রেস্তোরাঁর বিল পেমেন্ট, সবটাই এখন হয় QR কোড স্ক্যানের মাধ্যমে।

কারণ একটাই, এতে ঝামেলা অনেক কম। কিন্তু এই পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিনি প্রতারকদের ফাঁদে পড়ে যাচ্ছেন। ঠিক পেমেন্ট করতে গিয়ে দেখছেন, মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে পুরো অ্যাকাউন্ট। কিন্তু নিশ্চয়ই এই সমস্যা সমাধানের উপায়ও রয়েছে।

আজকাল শুধু বড় অঙ্কের অর্থ নয়, সামান্য ৫-১০ টাকাও লেনদেন করা হয় কিউআর কোড স্ক্যান করে। আর এখানেই হচ্ছে বিপদ। সেই কারণেই বলা হচ্ছে যে, QR কোড স্ক্যান না করে চেষ্টা করতে হবে মোবাইল নম্বর বা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করার।

এই পদ্ধতি অনেকটা বেশি সুরক্ষিত। আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বত্র অনলাইন পেমেন্ট করে থাকেন, চেষ্টা করুন সেখানে যতসম্ভব কম টাকা টাকা রাখতে। সর্বোচ্চ ৫ হাজার টাকা রাখতেই পারেন। ফলে, যদি কোনওভাবে প্রতারকদের ফাঁদে পড়েও যান, তাহলেও বেশি টাকা খোয়াতে হবে না কাউকে।

এখানেই শেষ নয়, যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনও লিঙ্ক পাঠান, তাহলে অবশ্যই পেমেন্ট করার আগে ভালো করে তা চেক করে নিন। প্রতারকদের তরফ থেকে অধিকাংশ ক্ষেত্রেই যে লিঙ্কগুলি পাঠানো হয়, সেগুলিতে একাধিক বানান ভুল থাকে। তাই অপরিচিত কারও পাঠানো লিঙ্কে পেমেন্ট করার আগে একটু সতর্কতা অবলম্বন করলেই বেঁচে যাবেন প্রতারকদের হাত থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo