চিনের কাছে তাইওয়াঙয়ে দ্রুত পৌঁছনোর জন্য তৈরি হচ্ছে সুড়ঙ্গ, ভারত -চিন সংঘাতের আবহে কেন এই সুড়ঙ্গ নির্মাণ? জানুন

Published : Dec 19, 2022, 01:53 AM IST
India China dispute, China border, Indian border, East Ladakh, Indian army, Chinese army, UnmaskingChina

সংক্ষিপ্ত

তাইওয়াঙের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে তাড়াতাড়ি পৌঁছনোর জন্য ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্মিত হচ্ছে একটি বিশেষ সুড়ঙ্গ পথ। এর নাম দেওয়া হয়েছে সেলা পাস্ সুড়ঙ্গ।

উড়ি -দি সার্জিক্যাল স্ট্রাইক ছবিটিতে পাকিস্তানের ঢোকার সময় আলফা টিমকে ঠিক যেমন একটি সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হয়েছিল পাকিস্তানে। এবার চীনের কাছে থাকা তাইওয়াংয়ে পৌঁছনোর জন্য ভারতীয় সেনাবাহিনীও নিলো ঠিক এমনই এক পন্থা। অরুণাচলের ১৩ হাজার ফুট উঁচুতে তৈরী হচ্ছে সেলা পাস্ সুড়ঙ্গ। বিশেষত তাইওয়াঙের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে পৌঁছনোর জন্যই তৈরী হচ্ছে এই বিশেষ সুড়ঙ্গ পথ।

বর্ডার রোডস অর্গানাইজেশন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এই টানেল নির্মাণের কাজ। এই টানেল যার তত্ববধানে নির্মাণ করা হচ্ছে তিনি জানিয়েছেন যে ২০২৩ এর জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে হবে এই কাজ। জানা যাচ্ছে এর আগে ওই প্রকৃত নিয়ন্ত্র রেখাতে পৌঁছনোর জন্য বালিপাড়া-চরিদুয়ার রাস্তা ব্যবহার করা হতো। অতিরিক্ত তুষারপাতের কারণে জেলা পাস দিয়েও যাতায়াত করা ছিল বেশ কঠিন কিন্তু এখন সুড়ঙ্গ পথ নির্মাণের জন্য এই হার হিম করা ঠান্ডা ও তুষারপাতকে কিছুটা হলেও এড়ানো যাবে বলে সেনাবাহিনীর একাংশের। এমনকি বছরের সব সময়ই যাতে এই পথ ব্যবহার করতে পারে ভারতীয় সেনারা সেবিষয়েটিও বিশেষ নজরে রাখা হচ্ছে।

এই সুড়ঙ্গ নির্মাণের ফলে তাইওয়াং এর প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে যেতে ৮ থেকে ৯ কিলোমিটার কমবে বলে ধারণা সেনাদের। তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত -চিন সংঘাতের আবহে এই সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা কি বিশেষ কোনো ইঙ্গিত দিচ্ছে। এর আগে চিনা হামলার পর তাইওয়াং সীমান্তে সেনাবাহিনীর মহড়া খানিক যুদ্ধর ইঙ্গিত দিয়েছিলো আমাদের। তবে এই সুড়ঙ্গ নির্মাণ কি সেই ইঙ্গিতই আরও স্পষ্ট করছে ?

আরও পড়ুন 

দুর্নীতিকে 'লাল কার্ড' উত্তর-পূর্ব ভারতে, বিশ্বকাপের মরশুমে ফুটবলের পরিভাষায় ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

ভারত জোড়ো যাত্রায় এবার রাহুল গান্ধীর সঙ্গে পা মেলাবেন দক্ষিণী সুপারস্টার কামাল হাসান,পদযাত্রায় চাঁদের হাট অব্যাহত

স্কুবা ড্রাইভিং করতে নেমে আরব সাগরের গভীর বুকে পুঁতলেন মেসির কাট-আউট, লাক্ষাদ্বীপের মেসিভক্ত এখন বিশ্বকাপ জ্বরে বুঁদ

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়