এটাই ভারতীয় ম্যাজিক! স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে কী বার্তা দিলেন রাষ্ট্রপতি

  • মধ্য়রাত পার হলেই ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস
  • তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ
  • দিলেন সহাবস্থান, সমঝোতা, সংস্কার এবং পুনর্মিলনের বার্তা
  • বললেন এটাই ভারতীয় ম্যাজিক

মধ্যরাত পার হলেই ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস। তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ দিলেন সহাবস্থান, সমঝোতা, সংস্কার এবং পুনর্মিলনের বার্তা। বললেন, এই চার ভিতের উপরই দাঁড়িয়ে রয়েছে ভারত রাষ্ট্রের ইতিহাস ও ভাগ্য, উত্তরাধিকার এবং ভবিষ্যত। বড় মনে অন্যের নীতিকে গ্রহণ করাই ভারতের ধর্ম।

৭৩তম স্বাধীনতা দিবসের আগের দিন রাষ্ট্রপতি দেশবাসীকে মনে করিয়ে দিলেন, ভারতীয় সমাজ কিন্তু কখনই অন্যের খুঁত বিচার করতে বসেনি। বরং, নিজের পরিচয় নিয়ে নিজে বাঁচো এবং অন্যকে তার পরিচয়ে বাঁচার অধিকার করে দাও - এটাই ভারতীয় সমাজের মূল নীতি। সহনাগরিকদের কাছ থেকে একজন ভারতীয় যে শ্রদ্ধা আশা করে, সহনাগরিকের প্রতি তারও সেই রকম শ্রদ্ধা থাকা উচিত।

Latest Videos

তিনি আরও বলেন কে কোথায় জন্মেছেন, তার ভাষা কী, তার ধর্মবিশ্বাস কী সেইসব না বিচার করেই ভারতীয়রা একে অন্যের পরিচয়কে সম্মান করেন। আর এই সহযোগিতার ধর্ম ভারত শুধু নিজের দেশেই আবদ্ধ রাখেনি, কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও এই মনোভাবই বজায় রেখেছে। তিনি জানান, সব মহাদেশেই বন্ধু দেশগুলির সঙ্গে ভারত তার এই শক্তিকে অভিজ্ঞতাকে খোলা মনে ভাগ করে নিয়েছে। এটাই ভারতের ম্যাজিক। এটাই ভারতের অনন্যতা।

 

Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today