Indian Railways: ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়েই ট্রেনে উঠে পড়ছেন? কী শাস্তি জানেন?

Published : Apr 02, 2025, 09:01 PM IST

Waiting Tickets: ভারতে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে সবচেয়ে কম খরচের এবং আরামদায়ক মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এই কারণে ট্রেনের কনফার্ম টিকিট (Confirm Ticket) পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এবার ওয়েটিং লিস্টের টিকিটের নিয়মেও বদল আনা হয়েছে।

PREV
110
১ মার্চ থেকে বদলে গিয়েছে নিয়ম, ওয়েটিং লিস্টের টিকিটের ক্ষেত্রে কড়া রেল

১ মার্চ থেকে ভারতীয় রেলে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে কড়া নিয়ম চালু করা হয়েছে। অনলাইনে কাটা টিকিটের পাশাপাশি রেল স্টেশনের কাউন্টার থেকে কাটা টিকিটেও নতুন নিয়ম প্রযোজ্য।

210
মহাকুম্ভ মেলা চলাকালীন প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে মাত্রাতিরিক্ত ভিড় দেখা গিয়েছিল, তারপরেই ওয়েটিং লিস্ট সংক্রান্ত নিয়ম বদল

এ বছরের শুরুতে মহাকুম্ভ মেলা চলাকালীন প্রয়াগরাজগামী সব ট্রেনেই মাত্রাতিরিক্ত ভিড় ছিল। তারপরেই রেলের ওয়েটিং লিস্ট সংক্রান্ত নিয়মে বদল আনা হল। রিজার্ভড কামরাগুলিতে অতিরিক্ত ভিড় এড়াতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

310
রেল কাউন্টার থেকে কাটা ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে রিজার্ভড কামরায় ওঠার নিয়ম বাতিল

১ মার্চের আগে পর্যন্ত নিয়ম ছিল, রেল স্টেশনের কাউন্টার থেকে কাটা টিকিট ওয়েটিং লিস্টে থাকলে সেই টিকিট নিয়ে রিজার্ভড কামরায় ওঠা যেত। কিন্তু এখন আর ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে স্লিপার বা এসি কম্পার্টমেন্টে ওঠা যাবে না।

410
এখন ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকলে শুধু জেনারেল কোচেই ওঠা যাবে

১ মার্চ থেকে চালু হওয়া নিয়ম অনুযায়ী, রেল স্টেশনের কাউন্টার থেকে কাটা টিকিট ওয়েটিং লিস্টে থাকলে সেই টিকিট নিয়ে শুধু জেনারেল কম্পার্টমেন্টেই ওঠা যাবে।

510
ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনের রিজার্ভ কামরায় উঠে ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা হতে পারে

কোনও যাত্রী যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনের রিজার্ভ কামরায় উঠে ধরা পড়েন, তাহলে জরিমানা হতে পারে।

610
ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনের স্লিপার কোচে উঠলে জরিমানা ২৫০ টাকা

কোনও যাত্রী যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনের স্লিপার কোচে ওঠেন, তাহলে ২৫০ টাকা জরিমানা এবং যে স্টেশন থেকে ট্রেনে উঠেছেন সেখান থেকে পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হতে পারে।

710
ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনের এসি কোচে উঠলে মোটা অঙ্কের জরিমানা হবে

ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনের এসি কোচে উঠলে ৪৪০ টাকা জরিমানা দিতে হবে। এরই সঙ্গে যাত্রা শুরু করার স্টেশন থেকে পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হবে।

810
ভারতীয় রেলে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে

ভারতীয় রেলে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে আসন বণ্টন করা হচ্ছে।

910
ভারতীয় রেল যেমন অত্যাধুনিক হচ্ছে, তেমনই যাত্রীদের সুযোগ-সুবিধাও বাড়ানো হচ্ছে

অত্যাধুনিক ব্যবস্থা চালু করছে ভারতীয় রেল। ট্রেনের কামরাগুলি উন্নত করা হচ্ছে। একইসঙ্গে যাত্রীদের সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হচ্ছে।

1010
ভবিষ্যতে সারা দেশেই রেল ব্যবস্থা আরও উন্নত করার উপর জোর দেওয়া হচ্ছে

রেলমন্ত্রকের পক্ষ থেকে সারা দেশেই রেল ব্যবস্থার আধুকিনীকরণের উপর জোর দেওয়া হচ্ছে।

click me!

Recommended Stories