হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে তামিলনাড়ুর চেন্নাইতে প্রয়াত হলেন ভারতের বিশিষ্ট মহাকাশ গবেষক।
অন্ধ্র প্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ২০২৩ সালের ১৪ জুলাই উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান ৩। সেই ঐতিহাসিক মুহূর্তে রকেটটি চাঁদের দিকে এগিয়ে যাওয়ার সময় ১,২,৩… গুনেছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) বিজ্ঞানী এন ভালরমতি। তিনিই হঠাৎ চলে গেলেন অমর্ত্যলোকের পথে।
ভারতের বিজ্ঞানী মহলে আজ শোকের ছায়া। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বিজ্ঞানী এন ভালরমতির প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। শ্রীহরিকোটায় রকেট উৎক্ষেপণের জন্য কাউন্টডাউনের করেছিলেন এই অভিজ্ঞ বর্ষীয়ান গবেষক।
৩ সেপ্টেম্বর, রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তামিলনাড়ুর চেন্নাই শহরের একটি হাসপাতালে মারা যান এন ভালরমতি। শুধুমাত্র চন্দ্রযান ৩ নয়, সেটি ছাড়াও আরও বেশ কয়েকটি ISRO উৎক্ষেপণের নেপথ্যে জড়িয়ে ছিল তাঁর প্রখর বুদ্ধি এবং কঠোর পরিশ্রম। ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের এই কৃতী গবেষক।
আরও পড়ুন-
প্রত্যেকদিন স্নান করার পরে অবশ্যই পালন করুন বিশেষ ৩টি নিয়ম, অল্প দিনেই ঘটবে সৌভাগ্যের আগমন
সিপাহী বিদ্রোহে বেঙ্গল রেজিমেন্টের শহীদের মাথার খুলি পাওয়া গেল আয়ারল্যান্ডে, ভারত-পাক সীমান্তে সমাধিস্থ করার উদ্যোগ
BJP News: লোকসভা নির্বাচনে লক্ষ্য রেখে সেপ্টেম্বরেই বিজেপির তোড়জোড় শুরু, সোমবার গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক