এখন সবাই বুঝতে পারবেন মাহুতের কাজ কতটা কঠিন, বললেন মুদুমালাই ফরেস্ট রিজার্ভের ডিএফও

বেস্ট ডকুমেন্টারি শর্ট বিভাগে অস্কার জিতেছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স'। অস্কার পুরস্কার পাওয়ার পর থেকেই দেশজুড়ে বিখ্যাত হয়ে গিয়েছে তথ্যচিত্রটি। সবাই এই তথ্যচিত্রটির ব্যাপারে খোঁজ নিচ্ছেন।

Web Desk - ANB | Published : Mar 13, 2023 12:59 PM IST / Updated: Mar 13 2023, 07:19 PM IST

মুদুমালাই রিজার্ভ ফরেস্টে কীভাবে পূর্ণবয়স্ক হাতি ও হস্তিশাবকদের যত্ন করা হয়, সেটাই তুলে ধরা হয়েছে অস্কার জেতা তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স'-এ। এই তথ্যচিত্র অস্কার জেতায় খুশি মুদুমালাই রিজার্ভ ফরেস্টের ডিভিশনাল ফরেস্ট অফিসার ভেঙ্কটেশ। তিনি জানিয়েছেন, ‘এই তথ্যচিত্রের পরিচালক কার্তীকি গঞ্জালভেজ প্রায়ই মুদুমালাই ক্যাম্পে আসতেন। এখানে হস্তিশাবকের খবর পাওয়ার পরেই উপযুক্ত অনুমতি নিয়ে চলে আসেন। এরপরেই তিনি তথ্যচিত্রের কাজ শুরু করে দেন। তিনি উটির বাসিন্দা হওয়ায় হাতি ও হস্তিশাবকের ব্যাপারে সবই জানেন। সাধারণত সবচেয়ে বেশি হস্তিশাবক থাকে ধরমপুরী ও সত্যমঙ্গলম রিজার্ভে। রঘু ও বোম্মি অন্যত্র থাকে। তথ্যচিত্রে রঘুকে দেখানো হয়েছে। শ্যুটিংয়ের সময় ও ছোট ছিল। এখন বড় হয়ে গিয়েছে।’

ভেঙ্কটেশ আরও বলেছেন, ‘কার্তীকি তাঁর তথ্যচিত্রের বেশিরভাগ শ্যুটিং করেছেন ক্যাম্প অঞ্চলে। আমাদের কিছু কর্মী তাঁদের সাহায্য করেছেন। এই ছবির মাধ্যমে সবাই জানতে পারছেন মুদুমালাই অভয়ারণ্যে কীভাবে হস্তিশাবকদের যত্ন করা হয়। আমাদের এক কর্মী বোম্মান। ও খুব তাড়াতাড়ি হাতিদের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারে। ও হস্তিশাবকদের সঙ্গেও খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। সম্প্রতি আমি আর পোম্মান ধর্মপুরীতে জন্মানো একটি হস্তিশাবককে নিয়ে এসেছি। হস্তিশাবকটির মাকে আমরা খুঁজে বের করার পরেও অন্য হাতিরা আমাদের কাছাকাছি যেতে দিচ্ছিল না। বোম্মান সাহসে ভর করে হস্তিশাবকটিকে তার মায়ের কাছে পৌঁছে যায়। মুদুমালাই ক্যাম্প ১১৫ বছরের পুরনো। এখন সবাই বুঝতে পারবেন মাহুতের কাজ কতটা কঠিন।’

ভেঙ্কটেশ জানিয়েছেন, ‘কয়েক বছর আগে বাঘের হামলায় বেলির স্বামীর মৃত্যু হয়। ও হাতিদের যত্ন নিতে পারে। ও এই কাজটা ভালোভাবেই পারে। ও বোম্মানের সঙ্গে আমাদের ক্যাম্পের অস্থায়ী কর্মী হিসেবে এখানেই থেকে হাতিদের রক্ষা করছে। অনেকে মনে করে, হাতি অত্যন্ত বিপজ্জনক প্রাণী। অনেকেই মনে করে, শহরে হাতি ঢুকে পড়লে ক্ষতি করতে পারে। কিন্তু সবাই এই তথ্যচিত্রের মাধ্যমে বুঝতে পারবেন, হাতিরা কত ভালো। হাতিদের মতো প্রাণীরাই জঙ্গল তৈরি করেছে। ওদের রক্ষা করা উচিত।’

৪১ মিনিটের এই তথ্যচিত্রে দেখানো হয়েছে, তামিলনাড়ুর মুদুমালাইয়ের একটি পরিবার টাইগার রিজার্ভে এসে দু'টি অনাথ হস্তিশাবককে দত্তক নেন। এই প্রথম কোনও তথ্যচিত্র পরিচালনা করলেন কার্তীকি। প্রথম ছবিতেই চলচ্চিত্রে বিশ্বের সেরা পুরস্কার অস্কার জিতলেন তিনি। স্বভাবতই খুশি কার্তীকি।

আরও পড়ুন-

উটির প্রকৃতি কোলে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে হাতি প্রেম, সেখান থেকে আজ অস্কারের মঞ্চে বিশ্ব নন্দিত নাম কার্তিকি গঞ্জালভেস

নাটু নাটু গানের অস্কার জয়, রাজামৌলি কীরাবাণীদের শুভেচ্ছা জানালেন মদন কারকি

'নাটু নাটু'-র হাত ধরে ভারতে এল আরও এক অস্কার, সেরার সম্মান জিতে নয়া রেকর্ড গড়ল রাজামৌলির 'RRR'

Share this article
click me!