চন্দ্রালোকের পথে চন্দ্রযান ২, অভিযানের ১৬ কলা যা চমকিত করবে
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদের পথে পাড়ি চন্দ্রযান-২-এর
চন্দ্রযান- ১ -এর পড়ে ইসরোর দ্বিতীয় চন্দ্রাভিযান
৪৯ দিন পরে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ২
দেখে নিন এই চন্দ্রযান-২ সম্পর্কিত ১৬টি তথ্য
debojyoti AN | Published : Jul 22, 2019 2:34 PM IST / Updated: Jul 22 2019, 09:28 PM IST
১৪ ই জুলাই যান্ত্রিক গোলযোগের ফলে বাতিল হয়ে যায় চন্দ্রযান-২ -এর চাঁদের পথে যাত্রা। পরে স্থির হয় ২২শে জুলাই বেলা ২.৪৩ মিনিটে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান-২। ইতিমধ্যে নির্দ্দিষ্ট সময় মেনেই চাঁদের পথে যাত্রা করে ফেলেছে চন্দ্রযান-২। দেখে নিন এই চন্দ্রযান-২ সম্পর্কিত এই তথ্যগুলি -
চন্দ্রযান- ১ -এর পরে চন্দ্রযান-২ ভারতের দ্বিতীয় চন্দ্র অনুসন্ধান মিশন।
এই অভিযান সফল হলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রাখবে ভারত।
চন্দ্রযান-২ যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে, এখানে আগে কোনও মহাকাশ যান যায়নি।
প্রায় ১০০০ কোটি টাকায় তৈরি এই চন্দ্রযান-২, যা হলিউড ছবি 'অ্যাভেঞ্জার্স এন্ডগেম'-এর থেকেও কম।
চন্দ্রযান-২ -এর টিমের মধ্যে ৩০ জনই মহিলা, এমনকী প্রজেক্ট ডিরেক্টর ও উৎক্ষেপণের মিশন ডিরেক্টরও দু'জন মহিলা।
মুথাইয়া বনিতা হলেন প্রজেক্ট ডিরেক্টর এবং রীতু কারিঢাল উৎক্ষেপণের মিশন ডিরেক্টর।
৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে প্রজ্ঞান ও বিক্রম সহ চন্দ্রযান-২।
৪৩.৪৩ মিটারের জিএসএল ভি মার্ক-থ্রি ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট।
Latest Videos
চন্দ্রযান-২-এর প্রথম কাজ হবে চাঁদে জলের অস্তিত্ব আছে কিনা তা পরিক্ষা করা।
চন্দ্রযান- ১ চাঁদের কক্ষপথে ঢুকেছিল কিন্তু চাঁদের মাটিতে অবতরণ করেনি।
চন্দ্রযান-২ -এর সঙ্গে জড়িয়ে আছে বঙ্গ-সন্তান চন্দ্রকান্ত কুমারের নাম, হুগলির শিবপুর গ্রামের বাসিন্দা এই প্রকল্পের ডেপুটি ডিরেক্টর
অবতরণের পরেই 'চন্দ্রায়ণ ২'-এর রোভার চাঁদের মাটির বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করবে।
ল্যান্ডার চাঁদের ভূমির কম্পনমাত্রা খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে ভূগর্ভের গঠনবৈচিত্র্য জানতে গর্ত খুঁড়ে পরীক্ষা-নিরিক্ষা চালাবে।
চন্দ্রযান ২-এর সফল উৎক্ষেপণের পর ইসরোকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দক্ষিণ মেরু -তে চন্দ্রযান ২-এর অবতরণের পরিকল্পনা সমর্থন করেনি অন্য কোনও দেশ।
যান্ত্রিক গোলযোগে ১৪ জুলাই চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ আটকে গিয়েছিল।