CAA: সিএএ প্রণয়নের পর প্রথম দফায় ১৪ জনকে নাগরিকত্বের শংসাপত্র প্রদান

এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে অন্যতম বড় ইস্যু নাগরিকত্ব সংশোধনী আইন। পঞ্চম দফার ভোটগ্রহণের আগেই সরকারিভাবে নাগরিকত্ব প্রদান শুরু হয়ে গেল।

লোকসভা নির্বাচনের মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী নাগরিকত্ব প্রদান শুরু হয়ে গেল। বুধবার প্রথম দফায় ১৪ জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র প্রদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। তাঁদের সেই আবেদন অনলাইনে গ্রহণ করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এবার এই আইন অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে চলে আসতে বাধ্য হওয়া হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বীরা নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন।

ভারতীয় নাগরিকত্ব পেয়ে স্বস্তিতে পাকিস্তান থেকে হিন্দুরা

Latest Videos

বুধবার যাঁরা ভারতীয় নাগরিকত্ব পেলেন, তাঁদের একজন পাকিস্তান থেকে আসা হিন্দু তরুণী ভাবনা। তিনি ভারতের নাগরিক হতে পেরে খুশি। এবার ভালোভাবে পড়াশোনা করতে পারবেন বলে আশা করছেন ভাবনা। তিনি বলেছেন, ‘আমি আজ ভারতের নাগরিকত্ব পেলাম। আমি খুব খুশি হয়েছি। আমি এবার আরও পড়াশোনা করতে পারব। আমি ২০১৪ সালে পাকিস্তান থেকে ভারতে চলে আসি। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ায় আমি খুব খুশি হয়েছি। পাকিস্তানে মেয়েরা পড়াশোনা করতে পারে না। পাকিস্তানে মেয়েদের পক্ষে বাড়ির বাইরে যাওয়াই কঠিন। পাকিস্তানে থাকার সময় আমরা যখন বাড়ির বাইরে যেতাম, তখন বোরখা পরতে হত। ভারতে আমি পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। আমি এখন একাদশ শ্রেণিতে পড়ছি। আমি টিউশন পড়তেও যাই।’

 

 

সিএএ কার্যকর হওয়ায় খুশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে সিএএ-র কথা উল্লেখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ-র বিরোধিতা করার জন্য তাঁরা বিরোধী নেতাদের আক্রমণ করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

BJP's manifesto: পাকিস্তানকে হুঁশিয়ারি থেকে সিএএ কার্যকর- বিজেপির ইস্তেহারে সেরা ২০টি প্রতিশ্রুতি

২০২৪ মুড অফ নেশন সার্ভে: ভোটের আগে সিএএ নিয়ে সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক বিজেপির? সমীক্ষা দিল উত্তর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla