Weather Update: ১২৩ বছর পরে উষ্ণ নভেম্বর ভারতে, কেন এমন আবহাওয়া জানাল মৌসম ভবন

Published : Dec 03, 2024, 05:50 PM IST

১৯০১ সালের পর ২০২৪ সাল। ১২৩ বছর পর উষ্ণ নভেম্বর দেখল ভারত। তেমনই জানিয়েছে মৌসম ভবন। যা বিশ্ব উষ্ণায়নের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে। 

PREV
110
উষ্ণ নভেম্বর

১৯০১ সালের পর ২০২৪ সাল। উষ্ণ নভেম্বর দেখল গোটা ভারত। তেমনই রিপোর্ট দাখিল করেছে মৌসম ভবন।

210
আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, চলতি নভেম্বরে দেশের গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০.৬২ ডিগ্রি ও ১.০৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

310
দিনের গড় তাপমাত্রা

দিনের গড় তাপমাত্রা বেড়েছে ০.৮৪ ডিগ্রি সেলসিয়াস।

410
মাসের গড় তাপমাত্রা

সারা মাস জুড়ে দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল গড়ে ২৯.৩৭ ডিগ্রি সেলসিয়াস।গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯১ ডিগ্রি।

510
আবহাওয়া দফতরের দাবি

আবহাওয়া দফতরের দাবি নভেম্বর মাসে ১২৩ বছর পর এমন গরম পড়ল ভারতে।

610
নভেম্বরের উষ্ণতা

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছর নভেম্বরের উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা এক ধাক্কায় বেড়েছে ১.৩৭ ডিগ্রি। প্রায় একই ছবি মধ্যে- ও দক্ষিণ ভারতে।

710
পশ্চিমি ঝঞ্ঝা

আবহাওয়াদের অনুমান , চলতি বছর পর্যাপ্ক পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড়ের অভাবেই নভেম্বর মাসে তাপমাত্রা বেড়েছে।

810
নভেম্বরে বৃষ্টি

নভেম্বরে বৃষ্টি

উত্তর-পশ্চিম ভারতে নভেম্বর মাস জুড়ে গড়ে ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৭৯.৯ শতাংশ কম। দক্ষিণ ভারতে সেই ঘাটতির পরিমাণ ৩৭.৯ শতাংশ

910
মৌমস ভবনের অধিকার্তার দাবি

আইএমডি-র অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্রর দাবি পশ্চিমি ঝঞ্ঝাগুলি এ বার জম্মু ও কাশ্মীরের উচ্চ অক্ষাংশ বরাবর অতিক্রম করেছে। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়নি। এ ছাড়া দু’টি ঘূর্ণিঝড়ের মধ্যে একটি বেশ দুর্বল ছিল। ফলে নভেম্বরে বৃষ্টি কম হয়েছে দক্ষিণ ভারতেও।

1010
নভেম্বরের শীতের আমেজ

ভারত উত্তর গোলার্ধের দেশ। তাই নভেম্বর মাস থেকেই শীতের আমেজ থাকতে শুরু করে। কিন্তু এবার নভেম্বর ছাড়িয়ে ডিসেম্বর মাসেও ঘাম ঝরতে শুরু করেছে ভারতবাসীর।

click me!

Recommended Stories