Health Drink: 'হেলথ ড্রিঙ্ক' বলা যাবে না বোর্নভিটাকে, নির্দেশ বাণিজ্যমন্ত্রকের

Published : Apr 13, 2024, 02:34 PM ISTUpdated : Apr 13, 2024, 03:31 PM IST
is it healthy to drink coffee in pre workout

সংক্ষিপ্ত

গত কয়েক দশক ধরে ভারতে নানা সংস্থার 'হেলথ ড্রিঙ্ক' হিসেবে যে পাউডার বিক্রি হয়, সেগুলি এবার থেকে আর এই তালিকায় থাকছে না। বাণিজ্য ও শিল্প মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করেছে।

ভারতে ই-কমার্স প্ল্যাটফর্মে 'হেলথ ড্রিঙ্ক' হিসেবে যে সমস্ত পানীয় রয়েছে, সেগুলিকে এই তালিকা থেকে সরিয়ে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক। জনপ্রিয় হেলথ ড্রিঙ্ক বোর্নভিটাও এখন থেকে আর হেলথ ড্রিঙ্ক হিসেবে পরিচিত হবে না। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘২০০৫ সালে শিশু অধিকার রক্ষা কমিশনের ৩ নম্বর ধারা অনুসারে গঠিত সংস্থা জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন ২০০৫ সালের শিশু অধিকার রক্ষা কমিশনের ১৪ নম্বর ধারা অনুযায়ী তদন্ত করে জানিয়েছে, ২০০৬ সালে খাবারের সুরক্ষা ও মান সংক্রান্ত যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কোনও হেলথ ড্রিঙ্ক নেই। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া ও মন্ডেলেজ ইন্ডিয়া ফুড প্রাইভেট লিমিটেড এই রিপোর্ট দিয়েছে। ফলে সব ই-কমার্স সংস্থাকে বোর্নভিটা-সহ সব পানীয়কে হেলথ ড্রিঙ্কের তালিকা থেকে সরিয়ে ফেলতে হবে।’

কড়া ব্যবস্থা এফএসএসএআই-এর

এফএসএসএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যে পানীয়গুলিতে প্রাথমিক উপাদানের পাশাপাশি কৃত্রিম উপাদানও থাকে, সেই ধরনের পণ্যগুলি ই-কমার্স ওয়েবসাইটে হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক হিসেবে বিক্রি করা হয়। ২০০৬ সালের এফএসএস আইনে কোথাও হেলথ ড্রিঙ্ক সম্পর্কে কিছু বলা নেই। এই কারণে এফএসএসএআই সব ই-কমার্স সংস্থাকে পরামর্শ দিয়েছে, এই ধরনের পানীয়গুলিকে হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্কের তালিকা থেকে সরিয়ে দিতে হবে। যে খাবার বা পানীয়গুলিতে কৃত্রিম উপাদান মেশানো থাকে, সেই খাবার ও পানীয়গুলিকে হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক বলা যাবে না।’

গ্রাহকদের স্বার্থেই সিদ্ধান্ত, জানাল এফএসএসএআই

এফএসএসএআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মানুষের যাতে সব ধরনের খাবার ও পানীয় সম্পর্কে ঠিক ধারণা থাকে, সেটা নিশ্চিত করার জন্যই ই-কমার্স সংস্থাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Protein Supplements: নিয়মিত প্রোটিন সাপলিমেন্ট নেন? বিষ খাচ্ছেন না তো?

গরম থেকে আরাম পেতে কনকনে ঠাণ্ডা জল পান করলে সাবধান, সঙ্গে সঙ্গে জাঁকিয়ে বসবে এই সমস্যা

Expired Medicine: মাত্র এক মাসের মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবন করাও কি ক্ষতিকর? জানুন ওষুধ রাখার সঠিক নিয়ম

PREV
click me!

Recommended Stories

ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ
'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর