জাতীয় পেনশন স্কিমে অর্থ বিনিয়োগ করলে অন্তত ২৫ বছর টাকা দিয়ে যেতে হবে, তারপর ফেরত পাওয়া যাবে
২৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪৫ লক্ষ টাকা। এই টাকার উপর যদি ১০ শতাংশ হারে সুদ পাওয়া যায়, তাহলে সুদ থেকে ১,৫৫,৬৮,৩৫৬ টাকা পাওয়া যাবে। অর্থাৎ, ৪৫,০০,০০০ + ১,৫৫,৬৮,৩৫৬ = ২,০০,৬৮,৩৫৬ টাকার তহবিল তৈরি হবে। এই টাকার ৬০ শতাংশ, অর্থাৎ ১,২০,৪১,০১৩ টাকা, এককালীন হিসেবে পেয়ে যাবেন। বাকি ৪০ শতাংশ, অর্থাৎ ৮০,২৭,৩৪২ টাকা, বার্ষিক ভিত্তিতে পাবেন। এর উপর যদি ৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়, তাহলে প্রতি মাসে আপনার পেনশনের পরিমাণ দাঁড়াবে ৫৩,৫১৬ টাকা।