বড় ধাক্কা খেলেন অনিল আম্বানি, SBI ৩টি সংস্থার খাতাকে জালিয়াতি অ্যাকাউন্ট হিসেবে ঘোষণা করল

 

  • রীতিমত চাপে পড়ল অনিল আম্বানি 
  • তিনটি সংস্থার ব্যাঙ্ক খাতাকে জালিয়াতি অ্যাকাউন্ট ঘোষণা
  • দিল্লি আদালতে জানাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া 
  • তদন্তের হতে পারে তাঁর সংস্থার বিরুদ্ধে 

নতুন বছরের শুরুতে চাপ বাড়ল অনিল আম্বানির ওপর। অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স টেলিকম ও রিলায়েন্স ইনফ্রাটেলের ব্যাঙ্ক খাতাকে জালিয়াতি অ্যাকাউন্ট বলে চিহ্নিত করল স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়া। ব্যাঙ্কের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টকেও। যা ধিরুভাই আম্বানির ছোট ছেলেকে আরও সমস্যায় ফেলতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আগমী দিনে তাঁকে বড়সড় তদন্তের মুখোমুখি দাঁড়াতে হতে পারে। দিল্লি হাইকোর্ট অনিল আম্বানির সংস্থাগুলির অ্যাকাউন্টে স্থাতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছে। 

অলাভজনক সম্পদ বা এনপিএ পরিণত হওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি হিসেবে ঘোষণা করা হয়। এসবিআই-এর পক্ষ থেকে জানান হয়েছে অডিট চলাকালীন তারা তহবিলের অপব্যবহার, বিচ্যুতি আর তহবিলের সাইফোনিংয়ের সন্ধান পেয়েছে। আর সেই কারণেই তারা অ্যাকাউন্টগুলিকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করেছে। নিয়ম অনুযায়ী একবার ব্যাঙ্ক কোনও অ্যাকাউন্টকে জালিয়াতি হিসেবে ঘোষণা করার পর আরবিআইকে তা ৭ দিনের মধ্যে জানাতে হবে। আর জালিয়াতির পরিমাণ যদি এক কোটি টাকার বেশি হয় তাহলে  ৩০ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোতে একটি অভিযোগ দায়ের করতে হবে। 

Latest Videos

সূত্রের খবর অনিল আম্বানির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে ৪৯ হাজার কোটি টাকা ছিসয যার মধ্যে রিলায়েন্স ইফ্রাটলের অ্যাকাউন্ট ছিল ১২ হাজার কোটি টাকা। আর রিলায়েন্স টেলিকমের খাতায় ছিল ২৪ হাজার কোটি টাকা। এসবিআই এর এই সিদ্ধান্ত ভারতীয় শিল্পমানচটিত্রে একটি কালো দাগ হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে এমনিতেই অনিল আম্বানির ব্যবসা তলানিতে গিয়ে ঠেকেছে। তারপর এসবিআইএর এই সিদ্ধান্তে তাঁর বিশ্বাসযোগ্যতাও রীতিমত ধাক্কা খেল। 
 

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা