জানা যায়, এক সময় বাজেটের নথি আসত ব্রিফকেসে করে। কালো, কালচে বা খয়েরি ব্রিফকেস হাতে সংসদে ঢুকতে দেখা যেত অর্থমন্ত্রীকে। ব্রিটিশ আমল থেকে চালু হয়েছিল এই নিয়ম। যা পরম্পরা চলেছে দীর্ঘদিন। ১৮৬০ সালে ৭ এপ্রিল প্রথম বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী জেমস উইলসন। সে যুগে তিনি গ্ল্যাডস্টোন বক্সে করে এসেছিলেন গুরুত্বপূর্ণ নথি।