Chennai News: চেন্নাইতে বিশাল আকারে লিঙ্গবৈষম্য! একা মহিলাদের থাকার জায়গার অভাব

দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসেও ভারতের লিঙ্গবিভেদ স্পষ্ট। অতি আধুনিক দক্ষিণী শহরে থাকতে দেওয়া হচ্ছে না একা মহিলাদের।

১৫ অগাস্ট ৭৭ তম স্বাধীনতা দিবসে পা রাখল ভারত। সেই উপলক্ষ্যে মঙ্গলবার মহা সমারোহে রাজধানী সহ সারা দেশ জুড়ে উত্তোলন করা হচ্ছে তেরঙ্গা জাতীয় পতাকা। কিন্তু, ‘আমরা কি সত্যিই স্বাধীন’ নামক সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা দিবসীয় ট্রেন্ডকে একটুও অমলিন হতে দিচ্ছেন না চেন্নাইয়ের মানুষ। দক্ষিণ ভারতের এই আধুনিকতম শহরে লিঙ্গবৈষম্য এখন যে বিশাল আকার নিয়েছে, তা সত্যিই ক্রমশ আতঙ্কিত করে তুলছে এই শহরে পড়াশোনা বা কাজ করতে যাওয়া মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের।

সূত্রের খবর, অতি আধুনিক এই দক্ষিণী শহরের নয়া ট্রেন্ড উঠেছে, একা মহিলাদের বাড়ি ভাড়া না দেওয়া। একজন মহিলাকে কাজ বা পড়াশোনার জন্য চেন্নাই শহরে একা থাকতে হলে থাকার জায়গা খুঁজে পেতে সময় লেগে যাচ্ছে প্রায় ৩ মাসেরও বেশি। থাকার জায়গা যে উপলব্ধ নেই, এমন নয়। দেখা যাচ্ছে, বেশিরভাগ বাড়িওয়ালারাই দুটি কারণে সিঙ্গল মহিলাদের প্রত্যাখ্যান করেছেন। এক, তাঁরা বিবাহিত নন। দুই, তাঁদের কর্মক্ষেত্র বিচার করে বৈষম্যের চোখে দেখা হচ্ছে।

Latest Videos

যার ফলে তামিলনাড়ুর প্রধানতম শহরে সক্রিয় হচ্ছে দালালচক্র। এই দালালদের মাধ্যমে বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে হচ্ছে মহিলাদের। অনেক মালিক স্পষ্টই বলে দিচ্ছেন যে, তাঁরা অবিবাহিত মেয়েদের বাড়ি ভাড়া দিতে আগ্রহী নন। তামিলনাড়ুতে নারী কর্মীদের সংখ্যা বিরাট। তা সত্ত্বেও, একা মহিলাদের জন্য ভাড়া বাড়ি পাওয়া যাচ্ছে না। বাড়িওয়ালাদের দাবি, অল্পবয়সী অবিবাহিত মহিলারা বাড়ির ভেতরে খুব বেশি বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারেন এবং প্রায়শই তাঁরা সপ্তাহান্তে গেট-টুগেদার করে থাকেন। পরিসংখ্যান বলছে, কর্মজীবী ​​মহিলাদের চেয়ে কলেজছাত্রীদের জন্য ভাড়া-বাড়ি খুঁজে পাওয়া এই শহরে আরও কঠিন। অনেক বাড়িওয়ালার মতে, অবিবাহিত মহিলারা এক জায়গায় বেশিদিন স্থায়ী হন না। ফলে, তাঁরা তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দেন, এর দরুন পরবর্তী ভাড়াটে পেতে আবার সময় লাগে। তাই তাঁরা কেবলমাত্র গোটা পরিবারকে বাড়ি ভাড়া দিতে চান।

তবে, শুধুই কি অবিবাহিত থাকা? চেন্নাই শহরে বাড়ি ভাড়া পাওয়ার এটাই একমাত্র সমস্যা নয়। জাত-পাতের বিভেদ, তার ওপর ধর্মের বিভেদ করাও এই শহরের বাড়িওয়ালাদের স্বাভাব হয়ে দাঁড়িয়েছে। অবিবাহিত কোনও মহিলার বয়স যদি ৩৫ বছর বা তার বেশি হয়, তাহলে তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশদে জিজ্ঞাসাবাদ করা হয়।

টি. নগরের একজন রিয়েল এস্টেট ব্রোকার কৃষ্ণমূর্তি বলেছেন, “ভাড়াটে খোঁজার ক্ষেত্রে, বাড়িওয়ালারা সবসময় আমাদের 'শুধু পরিবারের' সুপারিশ করতে বলেন। আমরা মহিলাদের উপর এবং মহিলাদের দ্বারা অপরাধ সম্পর্কে অনেক নেতিবাচক খবর পড়ি। সেই কারণে তাঁরা একা থাকা মহিলাদের বাড়ি ভাড়া দিতে চান না।” তিনি এও উল্লেখ করেছেন যে, একজন মহিলা যদি কলেজের ছাত্রী, বা কোনও টিভি চ্যানেলের কর্মী, আইটি কর্মী অথবা প্রসাধনী শিল্পের কাজে নিযুক্ত থাকেন, তাহলে বাড়ি খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। কারণ, এই কর্মে নিযুক্ত থাকা মহিলাদের থেকে বাড়িওয়ালারা সবচেয়ে বেশি দূরত্ব বজায় রেখে চলতে পছন্দ করেন।

আরও পড়ুন-

৩০ বছর পর দেশবাসী বুঝেছিল একটা মজবুত শাসকের প্রয়োজন: স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদীর ভাষণে কংগ্রেস সরকারকে খোঁচা
PM Modi: স্বাধীনতা দিবসের সকালে রাজঘাটে পৌঁছলেন নরেন্দ্র মোদী, লালকেল্লায় পতাকা উত্তোলন
Independence Day 2023: গাড়িতে জাতীয় পতাকা লাগালেই জেল হতে পারে, জেনে নিন পতাকা লাগানোর অধিকার শুধুমাত্র কাদের আছে
Independence Day: কাশ্মীরে ভারতের জাতীয় পতাকা নাড়লেন হিজবুল জঙ্গির ভাই, গাইলেন ‘সারে জাঁহাসে আচ্ছা’

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের