Super Blue Moon 2023: চন্দ্রযান-৩ এর উপস্থিতিতেই নীলচাঁদ ধরা দেবে, জানুন কেন এই মহাজাগতিক ঘটনা

৩০ অগাস্টা চন্দ্রযানের উপস্থিতিতেই দেখা যাবে নীল চাঁদ। জানুন কেন এই ঘটনা ঘটতে চলছে। কোথা থেকে কেমন করে দেখা যাবে তাই রইল।

 

আগামী ৩০ অগাস্ট বিশেষ দিন। কারণ এই দিন চাঁদ কিছুটা বড় আর উজ্জ্বল দেখাবে রাতের আকাশে। অগাস্ট মাসে দুটি পূর্ণিমা রয়েছে। তাই ব্লুমুল দেখা যাবে। প্রথম পূর্ণিমা ছিল ১ অগাস্ট। শেষ পূর্ণিমা ৩০ অগাস্ট- সেই দিনই ব্লুমুনের সাক্ষী থাকবে বিশ্বের মানুষ। শুধু তাই নয় সেই সময় ভারতের চন্দ্রযান-৩ও গোটা ঘটনার সাক্ষী থাকবে। কারণ তখন চন্দ্রপৃষ্ঠে থাকবে রোভার প্রজ্ঞান।

কবে নীলচাঁদ-

Latest Videos

ব্লুমুন- নিত্যদিন আকাশে যে অবস্থায় দেখা যায় তার থেকে এই বিশেষ দিনে চাঁদকে অনেক বড় দেখায়। ব্লুমুন - বা নীল চাঁদের সময় তার থেকে ১৪ শতাংশ বড় দেখায়। দুই থেকে তিন বছর বাদে বাদেই এমন অলৌকিক দৃশ্য দেখা যায়। জানুন ব্লু মুন দেখার নিয়ম আর সময়ঃ

যে মাসে দুটি পূর্ণিমা পড়ে সেই মাসেই দেখা যায় ব্লু মুন। প্রতি ২-৩ বছর বাদে বাদে এমন ঘটনা প্রত্যক্ষ করা যায়। মূলত দ্বিতীয় পূর্ণিমাকেই ব্লু মুন বলে। তবে এই সময় চাঁদকে শুধু বড় দেখায় এমনটা নয়, এই সময় স্বাভিকের তুলনায় চাঁদ অনেক বেশি উজ্জ্বল হয়। তাই মনে হয় চাঁদের রঙেরও পরিবর্তন হয়েছে। শেষবার এমন ঘটনা দেখা গিয়েছিল ২০১৮ সালে।

কেন ২-৩ বছর ছাড়া ছাড়াই নীল চাঁদ দেখা যায়-

পৃথিবীকে একবার পরিক্রম করতে চাঁদের সময় লাগে ২৯.৩৫ দিন। পৃথিবীর এক বছর হয় ৩৬৫ দিনে। তাই চাঁদ এক বছরে পৃথিবীকে ১২.২৭ বার প্রদক্ষিণ করে। ১২ মাসে ১২টি পূর্ণিমা। এভাবে চাঁদের পৃথিবীকে ১২ বার পরিক্রমার পরেও আরও ১১টি দিন থাকে যায়। প্রত্যেক বছরের অতিরিক্ত দিন যোগ করা হয় তাহলে সংখ্যাটি ২ বছরে ২২ দিনে দাঁড়ায়। তিন বছরে ৩৩ দিনে দাঁড়ায়। সেই অতিরিক্ত দিনের জন্যই নীল চাঁদ দেখা যায়। এটি কোনও অলৌকিক ঘটনা নয়। জ্যোতির্বিদ্যার স্বাভাবিক নিয়ম।

নীল চাঁদ নাম কেন-

নীলের অর্থ এই নয় যে চাঁদ নীল দেখাবে, তবে কখনও কখনও বায়ুমণ্ডলীয় ঘটনার কারণে চাঁদের রঙ নীল দেখা যেতে পারে। তবে, প্রত্যেক সময়ই চাঁদকে যে নীল দেখায় তা নয়। বিজ্ঞানী মার্টিন মেঙ্গলেন ব্যাখ্যা করেছেন যে আমরা যে আলো দেখি তা সূর্য থেকে রূপান্তরিত সাদা আলো, তাই কখনও কখনও চাঁদ নীল দেখাতে পারে যদি এমন কিছু থাকে যা লাল আলোকে বাধা দেয়। এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরে ঘটতে পারে।

কখন দেখা যাবে-

সূর্য অস্ত যাওরা সঙ্গে সঙ্গেই চাঁদ দেখার পরামর্শ দেন জ্যোর্তিবিজ্ঞানীরা। কারণ সেই সময়ই চাঁদকে প্রচন্ড সুন্দর দেখায়। তখন ভারতে দিনটি ৩০ অগাস্ট পড়বে। কিন্তু ভারত থেকে দেখা যাবে না। এটি দেখা যাবে আমেরিকা থেকে। তবে ভারতীয়রা মোবাইল ফোনে ব্লু মুন দেখতে পারেন। ৩০ অগাস্ট রাত ৮টা ৩৭ মিনিটে চাঁদ সবথেকে উজ্জ্বল হবে। তবে ২০১৬ সালের পরে এতবড় চাঁদ এই প্রথম দেখা যাবে।

চন্দ্রযান-৩ এর উপস্থিতিতে ব্লুমুন-

ভারতের মুন মিশন চলছে। চন্দ্রযান ৩ চাঁদে পৌঁছেছে। রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নেমে কাজ শুরু করেছে। তাই চলতি বছর নীল চাঁদ নিয়ে আকর্ষণ অনেক বেশি। চাঁদে ১৪ দিন সূর্যের আলো থাকে। চাঁদের এক দিন সমান পৃথিবীর ১৪ দিনের সমান। সেখানে এই ১৪ দিন কাজ করবে চন্দ্রযান।

 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News