উৎসবের মরশুমে চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড়, জানুন 'তাজ'এর গতিপথ আর গতিবেগ

পুজোর মধ্যেই কি আবার নতুন করে মুখ ভার হবে আকাশের। তেমনই ইঙ্গিত দিচ্ছে মৌসমভবন। আরব সাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পারে।

 

Saborni Mitra | Published : Oct 20, 2023 11:49 AM IST
18
নিম্নচাপ থেরে ঘূর্ণিঝড়

দক্ষিণ-পূর্ব সংলগ্ন দক্ষিণ-পশ্চিম আরব সাগরে একটি নিম্নচাপ রয়েছে। সেটি ২১ অক্টোবর অর্থাৎ শনিবার ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে।

28
ঘূর্ণিঝড়ের রূপ

মৌসম ভবনের অনুমান ঘূর্ণিঝড় তীব্রতর হতে পারে। তেমনই আশঙ্কা করছে মৌসম ভবন। চলতি বছর এটি হবে আরব সাগরের দ্বিতীয় ঘূর্নিঝড়।

38
ঘূর্ণিঝড়ের নাম তেজ

ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হতে পারে তেজ। রবিবার ঘূর্ণিঝড় তীব্রতর হতে পারে।

48
ঝড়ের গতিপথ

ওমান এবং তৎসংলগ্ন ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

58
আইএমডি-র পূর্বাভাস

নিম্নচাপতি শুক্রবার সকালে ইয়েমেনের সোকোত্রা থেকে প্রায় ৯ শ কিলোমিটার দূরে ছিল। ওমানের সালালহ বিমানবন্দর থেকে ১১৭০ কিলোমিটার ও আল গাইদাহ থেকে প্রায় ১২৫০ কিলোমিটার দূরে ছিল।

68
লন্ডভন্ড হতে পারে ইয়েমেন

বেসরকারি সংস্থার পূর্বাভাস অনুযায়ী ইয়েমেনের ওমান উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

78
ঘূর্ণিঝড়ের গতিবেগ

ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার হতে পারে। বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ৮৯০১১৮ কিলোমিটার প্রতি ঘণ্টা।

88
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

মৌসম ভবন বলেছে, দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ - পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলটি ২২ অক্টোবর উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos