আবহাওয়া বিজ্ঞানী নবদীপ দাইয়া একটি টুইট করে জানিয়েছেন আরও খারাপ হচে পারে আবহাওয়া। তামমাত্রা নেমে যেতে পারে হিমাঙ্কের নিচে। তিনি বলেছেন তাঁর কেরিয়ারে তিনি এত ঠান্ডা পড়তে দেখেননি।
কনকনে শীতেরর হাত থেকে এখনই রেহাই নেই। চলতি সপ্তাহে উত্তর ভারতের তাপমাত্রা আচমকাই কিছুটা হলে বেড়েগিয়েছিল, যা দেখে অনেকেই স্বস্তি পেয়েছিল। কিন্তু সেই স্বস্তি আর থাকছে না। আরও কনকনে ঠান্ডা আর শৈত্যপ্রবাহের সতর্কতা দিয়েছেন এক অবহাওয়া বিজ্ঞানী। তিনি বলেছেন , আগামী সপ্তাহে দেশের সমতলভূমিতে তাপমাত্রা হিমাঙ্কের চার ডিগ্রি নিচে নেমে যাবে। আগামী ১৪-১৯ জানুয়ারির মধ্যে প্রবল এই ঠান্ডা পড়বে বলেও জানিয়েছেন তিনি।
আবহাওয়া বিজ্ঞানী নবদীপ দাইয়া একটি টুইট করেছেন। তিনি বলেছেন, 'জানিনা কিভাবে এটা তুলে ধরতে হয়, কিন্তু ভারতের শৈত্যপ্রবাহের আসন্ন স্পেল ১৪-১৯ জানুয়ারি ২০২৩এ শুরু হবে। যা ১৬-১৯ জানুয়ারির মধ্যে মারাত্মক আকার নেবে। ' তিনি আরও জানিয়েছেন তিনি তাঁর ক্যারিয়ারে এমন প্রবল ঠান্ডা পড়তে দেখেননি বলেও জানিয়েছেন। তিনি বলেছেন সমতলের তাপমাত্রা হিমাঙ্কের ৪ ডিগ্রি নিচে নেমে যাবে। কোনও এলাকার তাপমাত্রা ২ ডিগ্রিতে পৌঁছে যাবে। ভারতের আবহাওয়ার একটি ছবি দিয়ে টুইট করেছেন তিনি।
দেশের জাতীয় রাজধানী দিল্লিতে কয়েক দিন ধরে হাল্কা বৃষ্টিপাত হয়েছে। তাতেই তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে বলে অনুমান। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছেন, শনিবার থেকে দিল্লি ও প্রতিবেশী রাজ্যগগুলিতে বিচ্ছিন্ন পকেটে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগেই নবদীপ দাইয়া বলেছিলেন চলতি বছর শীতের মরশুমে কুয়াশা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। তিনি শৈত্যপ্রবাহ বা কোল্ডব্লাস্ট নিয়ে আগে থেকেই সতর্ক করেছিলেন।
এবার তিনি বলেছেন জানুয়ারি মাসের ১১ দিনের মধ্যে এখনও পর্যন্ত তাপমাত্রার পতন একটি রেকর্ডের পর্যায়ে রয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাস ঐতিহাসিকভাবে শীতলতম মাস হতে পারে। তিনি বলেছেন, সম্ভাবত ২১ শতকের শীতলতম মাস হল জানুয়ারি। তিনি বলএছেন কয়েক সপ্তাহ ধরেই হাড়কাঁপানো ঠান্ডা পড়বে রাতের পরে। তবে ভারতের আবহাওয়া দফতর শুধুমাত্র অস্থায়ী স্বস্তির কথাই শুনিয়ে এসেছিল। তবে নতুন এই বার্তা শীতের আরও দাপটের কথাই বছলেন। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ম তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনা. দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০০৬ সালে দিল্লির তাপমাত্রা ১.৯ ডিগ্রিতে নেমে গিয়েছেল। যা এখনও রেকর্ড রয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশর উত্তর রাজস্থানে আগামী কয়েক দিনে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর-সহ হিমালয়ের রাজ্যেগুলিতে ১২ জানুয়ারি প্রবল বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ
দিল্লিতে নিরাপত্তারক্ষীকে গুলি করে খুন, ATM-এর ক্যাশ ভ্যান থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ
অরুণাচলে চিনা সেনার মোকাবিলায় বড় পদক্ষেপ, কোটি কোটি টাকার অস্ত্র কেনার অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রকের
জিমি জিমি গানের সঙ্গে নেচে আগুন ঝরালেন বিয়ের আসরে, ভাইরাল হল সেই ছবি