শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বজায় আছে। ভারত থেকে যেমন বিভিন্ন প্রয়োজনীয় পণ্য যাচ্ছে, তেমনই বাংলাদেশ থেকে ইলিশ আসছে।
ভারতে ইলিশ পাঠানোর বিরোধিতা করে অন্তর্বর্তী সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। ভারত-বিরোধী অনেকেই ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করছেন। এই পরিস্থিতিতে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাংলাদেশের জলসম্পদ মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বা দুর্গাপুজোর আগে সৌজন্যের জন্য নয়, নিজেদের আর্থিক ঘাটতি পূরণ করার জন্যই ইলিশ রফতানি করা হচ্ছে। সৈয়দা বলেছেন, 'উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রফতানি করা হচ্ছে। রফতানি করলে ডলার আসে। আমাদের এই মুহূর্তে ডলারের কেমন প্রয়োজন সেটা আপনারা জানেন। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা নয়। পাশাপাশি যাঁরা ইলিশ চাইছেন, তাঁরাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন দিয়েছেন। সেটা আমরা সবাই দেখেছি।'
বাংলাদেশ সরকারের যুক্তি মানতে নারাজ আইনজীবী
ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানের দাবি, ‘দেশীয় বাজারে ইলিশের যথেষ্ট চাহিদা রয়েছে। ভারতে যে দামে ইলিশ রফতানি করা হবে, তার থেকে অনেক বেশি দামে বাংলাদেশের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে। তাই মুনাফার যুক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভারতে ইলিশ পাঠানো যাবে না।’ এই আইনজীবীর দাবি মেনে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত বদল করবে কি না এখনও জানা যায়নি।
৩ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ
কিছুদিন আগে বাংলাদেশ সরকার জানিয়েছিল, দেশের বাজারের চাহিদার কারণে এবার দুর্গাপুজোর সময় ভারতে ইলিশ রফতানি করা হবে না। তবে পরে সেই সিদ্ধান্ত বদল করে জানানো হয়েছে, ৩ টন ইলিশ পাঠানো হচ্ছে। কিন্তু এই রফতানি নিয়েই জটিলতা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নিজেদের দেশে পেঁয়াজ উৎপাদনের ক্ষমতা নেই, দেশবাসীকে কম খাওয়ার পরামর্শ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার
দুর্গা পুজোর আগেই সুখবর! ভারতের পাঠান ডিমের 'বদলি'৩ হাজার টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ
হাতে নয়, বাংলাদেশকে এবার পাতে মারবে ভারত! মোদীর দুর্দান্ত চালে মাথায় হাত ইউনুসের