মুজিববর্ষের ক্ষণগণনা চলছে বাংলাদেশে, বসেছে কাউন্টডাউন ঘড়ি

  • বাংলদেশে মুজিববর্ষের কাউন্টডাউন শুরু
  • এ বছর শতবর্ষে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর
  • এক বছর ধরে চলতে এই শতবর্ষ উদযাপন
  • দেশের নানা জায়গায় বসেছে কাউন্টডাউন ঘড়ি

১৯৭২ সালের ১০ জানুয়ারি পাক জেল থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান শুক্রবার দিনটি মহাসমারোহে পালন করা হয় বাংলাদেশে সেইসঙ্গে শুরু হয় মুজিব বর্ষের ক্ষণগণনা প্রসঙ্গত, ২০২০-র ১৭ মার্চ থেকে ২০২১-এর  ১৭ মার্চ অবধি মুজিববর্ষ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার

১৯৭১ সালে শুরু হয় মুক্তিযুদ্ধ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পূ্র্ব পাকিস্তানবাঙালি অধ্যুষিত পূর্ব পাকিস্তানের সঙ্গে দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে ক্ষেপে ওঠেন সেখানকার বাঙালিরাএর আগে

Latest Videos

মাতৃভাষার অধিকারের জন্য শহীদ হন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ এই পরিস্থিতিতে ১৯৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তানের সামরিকবাহিনী বাঙালি নিধনের জন্য ঝাঁপিয়ে পড়েতারপরই জনযুদ্ধের আদলে শুরু হয়ে যায় স্বাধীনতার লড়াই এরপর জনপ্রিয় বাঙালি নেতা আওয়ামি লিগের মুজিবর রহমানকে গ্রেফতার করা হয় ২৫  মার্চের রাতে চলে গণহত্যা ঢাকায় অসংখ্য বাঙালি বুদ্ধিজীবী ও ছাত্রকে হত্যাকে করা হয়

এদিকে পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় মুজিবের ওপর চলে অকথ্য অত্যাচার বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে এগিয়ে আসেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি শেষ অবধি জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ সাড়ে -মাস জেলে বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলেদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু মুজিবর রহমান ওইদিন বিকেলেই রেসকোর্স ময়দানে বক্তৃতা দেন মুজিব তার পর থেকেই এই দিনটিকে মুজিবের প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়

এদিকে এই বছর শতবর্ষে পা রাখতে চলেছেন বঙ্গবন্ধু।  সেই উপলক্ষেই মুজিববর্ষের ঘোষণা ২০১৯-এর ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আওয়ামী লিগের যৌথসভা সেখানে জন্মশতবার্ষিকী হিসেবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত হয়, একবছর ধরে চলবে এই শতবর্ষ উদযাপন  

এই বছর ১০জানুয়ারি থেকেই শুরু হয়ে যায় মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি বাংলাদেশের ৫৩টি জেলা, ২টি উপজেলা, ১২টি সিটি কর্পোরেশনের ২৮টি আর ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ রাজধানীর ৮৩ টি জায়গায় বসানো হয়েছে কাউন্টডাউন ঘড়ি এদের মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, হাতিরঝিল, মেহেরপুরের মুজিবনগর ও গোপালহঞ্জের টুঙ্গিপাড়া

 

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today