ভাইবোন নয়, বিয়ের জন্য অন্য কাউকে খোঁজার পরামর্শ দিল পাকিস্তানের ডেটিং অ্যাপ, মুহুর্তে ভাইরাল ছবি

বিলবোর্ডের ট্যাগলাইনে পাকিস্তানি মুসলিমদের বিয়ে করাকে কটাক্ষ করা হয়েছে। হিন্দিতে সেখানে বলা হয়েছে কাজিনস কো ছোড়ো, কোই অউর ঢুনডো (Leave cousins, find someone else)।

পাকিস্তানের ডেটিং অ্যাপের বিলবোর্ডের বয়ান নিয়ে হইচই দেশ জুড়ে। কার্যত ভাইরাল হয়েছে তাঁদের বিলবোর্ডের বক্তব্য। বেশ কটাক্ষ করেই ওই বিলবোর্ডের ট্যাগলাইন বানিয়েছে ডেটিং অ্যাপ মুজ (Muzz)। কী লেখা সেই বিলবোর্ডে, যা সোশ্যাল মিডিয়ায় মিমের আকার নিয়েছে ? সেই খবরই আপনাদের আজ জানাবো এই প্রতিবেদনে।

বিলবোর্ডের ট্যাগলাইনে পাকিস্তানি মুসলিমদের বিয়ে করাকে কটাক্ষ করা হয়েছে। হিন্দিতে সেখানে বলা হয়েছে কাজিনস কো ছোড়ো, কোই অউর ঢুনডো (Leave cousins, find someone else)। বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বিয়ের জন্য ভাই-বোনেদের ছাড়ুন, অন্য কাউকে খুঁজুন। মুসলিমদের মধ্যে পরিবারের ভাই বোনেদের বিয়ে করার প্রথা রয়েছে, এটা সর্বজনবিদিত। এই প্রথাকেই কটাক্ষ করেছে ডেটিং অ্যাপটি।

Latest Videos

 

 

মুহুর্তে এই ক্যাম্পেন ট্যাগলাইন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিজ্ঞাপন প্রচারটি দারুণভাবে ভাইরাল হয়ে গেছে, অনেক এক্স ব্যবহারকারী পোস্টে এই ছবি শেয়ার করেছেন। একজন এক্স ব্যবহারকারী খোঁচা দিয়ে বলেন, “অব শাদিয়ান কম হোগি” (এখন কম বিয়ে হবে)।

 

 

অন্য একজন ব্যবহারকারী বলেছেন, "যদি এটি কাজ করা শুরু করে, তাহলে অর্ধেক পাকিস্তানি পুরুষ চিরকাল অবিবাহিত থাকবে"।

 

 

উল্লেখ্য, মুজ হল টিন্ডার বা বাম্বলের পাকিস্তানি ভার্সন। এটি একটি মুসলিম বিবাহ এবং ডেটিং অ্যাপ যা শাহজাদ ইউনাস ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এর ট্যাগ লাইন হল “Where Single Muslim Meet” এবং “Where Muslim Meet”। গুগল প্লে স্টোরে এই অ্যাপের ডেসক্রিপশনে লেখা রয়েছে মাজ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম ডেটিং ও ম্যারেজ অ্যাপ, যেখানে অবিবাহিত মুসলিমরা একে অপরের খোঁজ পান। মাজের মাধ্যমে চার লক্ষ মুসলিম বিয়ে ও ৫০০ জন নতুন কাপল প্রতিদিন নতুন জীবন পান। মুসলিম ডেটিং অ্যাপ হিসেবে মাজের দাবি আদর্শ মুসলিম সঙ্গী খুঁজে দেওয়ার কাজ তাঁরা খুব সাফল্যের সঙ্গে করে থাকে।

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury