মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নানা অস্ত্র দিয়ে সাহায্য করছে। কিন্তু রাশিয়ার এই যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার কৃতিত্ব একা ইউক্রেনের।
রাশিয়ার মুহুর্মুহু হামলার কড়া জবাব দিয়ে চলেছে ইউক্রেন। একের পর এক কড়া উত্তরে বেশ কিছুটা ক্ষতির মুখে রাশিয়াও। দুদিন আগেই কৃষ্ণ সাগরের পথ দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। তার ফল ভোগ করতে হয়েছে। কিয়েভের পাল্টা মারে রাশিয়ার যুদ্ধজাহাজের সলিল সমাধি ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নানা অস্ত্র দিয়ে সাহায্য করছে। কিন্তু রাশিয়ার এই যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার কৃতিত্ব একা ইউক্রেনের। কারণ, যে অস্ত্র দিয়ে যুদ্ধজাহাজকে তছনছ করেছে ইউক্রেন, তা সেদেশের প্রযুক্তিতে তৈরি নিজস্ব ক্ষেপণাস্ত্র।
নেপচুন ক্ষেপণাস্ত্র কি?
নেপচুন একটি ইউক্রেনীয় জাহাজ-বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ৩০০ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ১৬ ফুট লম্বা ইঞ্জিন-চালিত এই ক্ষেপণাস্ত্রগুলি ঘন্টায় ৯০০ কিমি বেগে লক্ষ্যবস্তুকে আঘাত করে। ভূপৃষ্ঠ থেকে নয় থেকে ৩০ ফুট উচ্চতায় উঠতে পারে।
এর ডিজাইনটি সোভিয়েত Kh-35 এন্টি-শিপ মিসাইলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার পরিসর এবং ইলেকট্রনিক্স কাঠামো যথেষ্ট উন্নত। সিস্টেমটি পাঁচ হাজার টন পর্যন্ত ভারযুক্ত যুদ্ধজাহাজ এবং পরিবহন জাহাজগুলিকে ধ্বংস্ব করতে সক্ষম। এই ক্রুজ মিসাইল ৮৭০ কেজি ওজনের এবং একটি ১৫০ কেজি ওয়ারহেড বহন করে। শত্রু জাহাজের রাডার-হোমিং নির্দেশিকা ব্যবহার করে পাঁচ হাজার টন পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।
ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ২০২১ সালের মার্চ মাসে ইউক্রেনীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যেই এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়।
নেপচুন ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুতে একটি অভ্যন্তরীণ নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এবং লক্ষ্যবস্তুতে যাওয়ার পথে জলের ১০-১৫ মিটার উপরে উড়ে যায় তবে তার অ্যাটাকের সময় এই ক্ষেপণাস্ত্র তিন থেকে ১০ মিটার নীচে নেমে আসতে পারে।
তবে ইউক্রেনের হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজের সলিল সমাধি যে ঘটেছে, তা স্বীকার করছে না ক্রেমলিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের যুদ্ধ জাহাজ মস্কভা আগুন লাগে। তার জেরেই বিস্ফোরণ হয়। ওডেসার গভর্নর জানিয়েছেন, ইউক্রেনিয় সেনা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তার জেরেই ধ্বংস হয়েছে রুশ জাহাজ। প্রসঙ্গত এই ওডেসা শহর দখলের জন্যই জলপথে হামলা চালাচ্ছে রাশিয়া।
রক্তাক্ত ইউক্রেনে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ, রাশিয়ার সেনাদের বর্বরতার নজির
নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে বন্দুকবাজের হামলা, রক্তাক্ত ১৩ জনের ছবি প্রকাশ্যে
জো বাইডেনের 'কাচা' শ্যুটে ওটা কিসের দাগ? সোশ্যাল মিডিয়ার উত্তর 'পাখির মল'
উল্লেখ্য, স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল মোস্কভা নামের একটি যুদ্ধ জাহাজ। তারা সেখানে গিয়ে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করে। এরপরেই ইউক্রেন জাহাজে হামলা চালায়। তবে গোটা বিষয় অস্বীকার করেছে রাশিয়া। তাদের দাবি জাহাজে থাকা অস্ত্রভান্ডারে আগুন লাগে। সেই আগুনের কারণে জাহাজে থাকা অস্ত্র ক্রমান্বয়ে ফাটতে শুরু করে। জাহাজের সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়।