মমতার পায়ের প্লাস্টার, ট্রাম্পের কানে ব্যান্ডেজ, বাজিমাতের হাতিয়ার 'সহানুভূতি ভোট'?

ভারতেই শুধু নয়, অন্য দেশেও সহানুভূতি ভোট কাজে লাগে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনেই সেটা দেখা গেল।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে ব্যঙ্গ করে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছিলেন, 'চা-ওয়ালারও প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে।' ভোটের প্রচারে সে কথা হাতিয়ার করে বাজিমাত করেছিল বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মোদীকে 'নীচ' বলে আক্রমণ করেন মণিশঙ্কর। বিজেপি দাবি করে, মোদী নিচু জাতির হওয়ায় তাঁকে আক্রমণ করেছেন এই কংগ্রেস নেতা। সেবারের ভোটে ২০১৪ সালের চেয়ে বেশি আসন পায় বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর পা ভেঙে দিয়েছে বিজেপি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই রাজ্যজুড়ে ভোটের প্রচার করেন মমতা। তাঁর দল তৃণমূল কংগ্রেস ফের বিধানসভা নির্বাচনে জয় পায়। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে হেলিকপ্টার থেকে নামার সময় পড়ে গিয়ে কোমরে চোট পান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাঁর দল সেই নির্বাচনেও জয় পায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন দু'বার ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রথমবার ট্রাম্পের কানে লেগে বেরিয়ে যায় গুলি। দ্বিতীয়বারও গুরুতর জখম হননি তিনি। তবে ভোটের প্রচারে এর প্রভাব পড়ে। ফল প্রকাশ হতে দেখা গেল, মার্কিনীদের সহানুভূতি পেয়েছেন ট্রাম্প।

ভোটের আগে আক্রান্ত হলে লাভ

Latest Videos

সারা বিশ্বে যে দেশগুলিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, সেখানে দেখা যাচ্ছে, সহানুভূতি ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোদী, মমতা, ট্রাম্প সেটা দেখিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ার যুগে এখন কোনও ঘটনাই মানুষের দৃষ্টি এড়ায় না। বিশেষ করে রাজনীতিবিদদের আক্রমণ করা হলে সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষের মনে এর প্রভাবও পড়ছে।

ট্রাম্পের সহানুভূতি ভোট পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা

ট্রাম্পের জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। অনেকে মজা করে বলছেন, ভোটের আগে আক্রান্ত হলে লাভবান হচ্ছেন রাজনীতিবিদরা। ভারতের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রেও একই ঘটনা দেখা যাচ্ছে। এরপর থেকে হয়তো রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে। বিরোধী প্রার্থী যাতে আক্রান্ত না হন, সেটা নিশ্চিত করার চেষ্টা দেখা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শপথগ্রহণের আগেই ট্রাম্পের প্রথম নিয়োগ: সুসি উইলস হলেন নতুন চিফ অফ স্টাফ

ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা: কারা কারা থাকছেন ট্রাম্প টিমে? রয়েছে এই ভারতীয়র নামও!

আমেরিকার মসনদে ফের বসবেন ডোনাল্ড ট্রাম্প, শপথ কবে, তারিখ জানাল ওয়াশিংটন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি