কূটনৈতিকদের একাংশ মনে করছেন সশরীরে হাজির না হলেও রুশ প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে বৈঠকে বক্তব্য করবেন।
নতুন দিল্লিতে G-20 সামিট এ যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার তরফ থেকে এই কথা জানান হয়েছে। আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বলছে জি-২০ দেশগুলের রাষ্ট্রপ্রধানরা। সেই বৈঠকেই সশরীরে উপস্থিত থাকবেন না পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এমন কোনও পরিকল্পনা নেই রুশ প্রেসিডেন্ট পুতিনের। সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সময় পুতিন জরুরি সামরিক সক্রিয়তার কারণে ব্যস্ত থাকবেন। সেই কারণেই জি-২০ বৈঠকে সশরীরে ভারতে উপস্থিত হতে পারবেন না।
কূটনৈতিকদের একাংশ মনে করছেন সশরীরে হাজির না হলেও রুশ প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে বৈঠকে বক্তব্য করবেন। তিনি তাঁর প্রতিনিধি হিসেবেও কাউকে পাঠাতে পারেন ভারতে। এর আগে ব্রিকস সম্মেলনেও পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখানেয়ও উপস্থিত হননি। অনেকেই মনে করছেন গ্রেফতারি এড়াতেই সামরিক সক্রিয়তাকে হাতিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট। কারণ আন্তর্জাতিক আদালত মার্চ মাসে গ্রেফতারি পরোয়ানা দারি করেছিল। ইউক্রেনে যুদ্ধ অপরাধ, গণহত্যা ও শিশুদের জোর করে স্থানান্তরিত করার অভিযোগ আন্তর্জাতিক আদালতে আগেই মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই বিদেশ সফর এড়িয়ে যাচ্ছেন পুতিন।
মুক্তি পেল মদন মিত্রের প্রথম ছবি 'ও লাভলি', অনুগামীদের সঙ্গেই সিনেমা হলে বিধায়ক
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া - ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তার পর থেকে আর পুতিন রাশিয়ার সীমান্ত পার হননি। তবে তিনি তাঁর উচ্চপদস্থ আধিকারিক ও ঘনিষ্টদের বিদেশ সফরে পাঠিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই রুশ প্রতিনিধি উত্তর কোরিয়ার গিয়েছিল কিম জং উনএর সঙ্গে সামরিক চুক্তির জন্য। যদিও রাশিয়া বা উত্তর কোরিয়া কেউ এই কথা প্রকাশ্যে জানায়নি।
তবে ক্রেমলিন বলছে, পুতিনের ব্যস্ত কর্মসূচি রয়েছে। ইউক্রেন যুদ্ধের কথা মাথায় রেখেই পুতিন রাশিয়ার বাইরে যেতে চাইছেন না। সেই কারণ কারণে দক্ষিণ আফ্রিয়ার পর এবার ভারত সফরেও উপস্থিত হতে পারবেন না তিনি।
ভোট বাড়াতে শচীনের ওপর আস্থা নির্বাচনে কমিশনের, জাতীয় আইকন প্রাক্তন ক্রিকেটার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ অফ্রিকায় ১৫তম BRICS summitএর শীর্ষ সম্মেলনে যোগদান করেন। রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসারের আমন্ত্রণেই দক্ষিণ অফ্রিকা সফর মোদীর। কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সম্মেলনে থাকছে ব্রাজিল,ভারত, চিন, রাশিয়া ও দক্ষিণ অফ্রিকা। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উপস্থিত হননি বৈঠকে। এটি মোদীর তৃতীয় দক্ষিণ অফ্রিকা সফর। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০ বছরও পার হচ্ছে। তাই এই সফর অত্যান্ত গুরুত্বপূর্ণ।