ঘনিষ্ঠতা বাড়তেই প্রথম দেখা, ফাঁকা গাড়িতে শ্লীলতাহানির শিকার আনন্দপুরের তরুণী

Published : Sep 06, 2020, 04:38 PM ISTUpdated : Sep 06, 2020, 04:46 PM IST
ঘনিষ্ঠতা বাড়তেই প্রথম দেখা, ফাঁকা গাড়িতে শ্লীলতাহানির শিকার আনন্দপুরের তরুণী

সংক্ষিপ্ত

 আবার শ্লীলতাহানির শিকার শহরের এক তরুণী   প্রথম দেখাতেই গিয়ে পড়তে হল আপত্তিকর মুহূর্তে  সহ্য করতে হল মারধর এবং শেষটায় শ্লীলতাহানি   ওই যুবকের খোঁজে  তদন্ত শুরু করেছে পুলিশ 


  ফের শ্লীলতাহানির শিকার শহরের এক তরুণী। প্রথম দেখাতেই গিয়ে পড়তে হল আপত্তিকর মুহূর্তে।  সহ্য করতে হল মারধর এবং শেষটায় শ্লীলতাহানি। নির্যাতিতা ওই তরুণীর পাশে এসে দাঁড়ান এক দম্পতি। তাঁদের সাহায্য় পেয়ে শেষমেষ রক্ষা পান তিনি। তবে জখম হন উদ্ধারকারী মহিলা। এর পরেই অভিযোগ দায়ের করা হয়  আনন্দপুর থানায়। ওই যুবকের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

আরও পড়ুন, প্রোমোটারি-রাজের ৫ কাহন, প্রস্তাব ফেরানোয় মহিলাকে বেধড়ক মার পাটুলিতে


জানা গিয়েছে, নির্যাতিতা  ওই তরুণী একজন ব্যাঙ্ক কর্মী।  কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বসু নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর।  পঞ্চসায়রের বাসিন্দা ওই মহিলার যুবকের সঙ্গে প্রায়শই  কথা হত। ধীরে ধীরে গাঢ় হতে থাকে সম্পর্ক। বাড়তে থাকে ঘনিষ্ঠতা। এরপরই তারা সামনাসামনি দেখা করেন। মহিলার দাবি, সন্ধে নাগাদ দেখা করেন তাঁরা।  কথাবার্তা বলতে বলতে রাত হয়ে যাওয়ায় বাড়ি যাবেন বলেই জানান ওই তরুণী। এদিকে রাত বারোটা বেজে গেলেও ওই যুবক তাঁকে কিছুতেই বাড়িতে ফেরাতে রাজি হয় না। এরপরেই ঘটনার মোড় নেয়।

 

 

আরও পড়ুন, আলো নিভলেই আঙুলে-আঙুল, একাধিক নারীসঙ্গ পেতে অপহরণের ফাঁদ তথ্য প্রযুক্তির কর্মীর

গাড়িতে বসেই যুবকের সঙ্গে তর্ক শুরু হয় তরুণীর। তরুণীর অভিযোগ,  গাড়ির ভিতরেই তাঁকে মারধর করতে শুরু করে ওই যুবক। এমনকী তাঁর শ্লীলতাহানিও করা হয়।এদিকে, সেই সময় আনন্দপুর দিয়েই বাড়ি ফিরছিলেন এক দম্পতি। তরুণীর চিৎকার শুনতে পেয়ে গাড়ি থামিয়ে তরুণীকে উদ্ধার করেন। এদিকে বেগতিক বুঝে অভিযুক্ত যুবক উদ্ধারকারী ওই মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এরপর ১০০ ডায়াল করে পুলিশে গোটা বিষয়টি জানান তরুণী। ওই যুবকের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।
 

"

 

      

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?